সাগরদিঘি: তৃণমূলের তিন বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর সাগরদিঘি কেন্দ্র প্রতিনিধিহীন হয়ে পড়ে৷ সেই কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে৷ আজ ভোট গণনা৷ বাম-কংগ্রেস জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এ বার সাগরদিঘি আসনে ত্রিমুখী লড়াই হয়। তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস জোটের প্রার্থী হন বাইরন বিশ্বাস এবং পদ্মশিবিরের হয়ে ভোটে দাঁড়ান দিলীপ সাহা। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩টি বিধানসভা নির্বাচনে এই আসন ছিল তৃণমূলের দখলে। তবে এ বার হাড্ডাহাড্ডি লড়াই৷
আরও পড়ুন- নিয়োগ হয়নি ১৩ বছরেও, ৪২০টি শূন্যপদ পূরণের ‘ডেডলাইন’ দিলেন বিচারপতি
গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হয়, তাতে ৫১৫ ভোটে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। দ্বিতীয় রাউন্ড গণনার শেষেও এগিয়ে রইলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী৷ আপাতত অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। তৃতীয় স্থানে বিজেপি।
পর পর ২টি রাউন্ডে এগিয়ে যাওয়ার পর কংগ্রেস প্রার্থী বাইরন বলেন, তৃণমূলকে হারিয়ে জয়ী হবেন তিনি৷ এ ব্যাপারে তিনি নিশ্চিত। জনগণ রাজ্যের শাসকদলকে জবাব দিয়েছে বলেও দাবি তাঁর। বাইরনের কথায়, ‘‘২টি অঞ্চল নিয়ে ভয় ছিল। সেই দুটি জায়গাতেই আমরা এগিয়ে গিয়েছি। চিন্তার কোনও ব্যাপার নেই। আমরা সব জায়গাতেই এগিয়ে যাব। জনগণ জবাব দিয়েছেন। আমরা জিতলে কারও সঙ্গে আঁতাঁত করব না।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>