Aajbikel

নিয়োগ হয়নি ১৩ বছরেও, ৪২০টি শূন্যপদ পূরণের 'ডেডলাইন' দিলেন বিচারপতি

 | 
অভিজিৎ

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষকের শূন্যপদ পূরণের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী এপ্রিল মাসের মধ্যে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি। বিগত ১৩ বছর ধরে ফাঁকা পড়ে আছে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষকের ৩২৮ পদ। এই পদের সঙ্গে আরও ৯২টি শূন্যপদ জুড়ে মোট ৪২০ শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন- নবান্নের সিদ্ধান্ত না মেনে চাকরি থেকে বরখাস্ত ৮ জনকে! কাঠগড়ায় জেলাশাসক

২০০৯ সাল অর্থাৎ বাম আমলে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল এবং পরীক্ষায় নেওয়া হয়েছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ, তারপর আর প্যানেলই প্রকাশিত হয়নি। কাজেই ১৩ বছর ধরে নিয়োগের আশায় রয়েছেন তারা। এবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কারণ তাঁদের অপেক্ষার অবসান ঘটছে। 

প্রসঙ্গত, ১ হাজার ৮৩৪ চাকরিপ্রার্থীদের মধ্যে ১ হাজার ৫০৬ জনের লিস্ট আগেই প্রকাশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। এবার ৪২০ জনের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৭ এপ্রিলের মধ্যে প্রকাশ করতে হবে মেধাতালিকা। এই গোটা বিষয় নিয়ে আগেই বিস্ময় প্রকাশ করেছিল আদালত। 

Around The Web

Trending News

You May like