বিগ বসের বাড়ি যেন বৃন্দাবন! ক্যামেরার সামনেই চরম রোম্যান্সে জড়িয়েছেন তারকারা

বিগ বসের বাড়ি যেন বৃন্দাবন! ক্যামেরার সামনেই চরম রোম্যান্সে জড়িয়েছেন তারকারা

 মুম্বই:  ফের ছোট পর্দা কাঁপাতে আসছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’৷ চলতি মাসেই শুরু হচ্ছে ‘বিগ বস’-এর ১৬ তম সিজন৷ ইতিমধ্যেই এই শো ঘিরে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের মনে৷ 

আরও পড়ুন- প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি, শেষ কাজ ‘লাল সিং চাড্ডা’-তে

বিগ বস-এর ঘরে পরতে পরতে ছড়িয়ে বিতর্কের আঁচ৷ প্রতিযোগীদের মধ্যে ঝামেলা-অশান্তিই যেন এই শো-এর ইউএসপি৷ তবে বিগ বস-এর ঘর থেকে পাখা মেলেছে অনেক সম্পর্কও৷ ক্যামেরার সামনেই ধরা পড়েছে বহু তারকার রসায়ন৷ চতুর্দিকে যতই ক্যামেরা থাক, সব কিছু অগ্রাহ্য করে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হয়েছেন বহু তারকা৷ যা টিভি-র পর্দায় ঝড় তুলেছে৷ জল্পনার জাল বিছিয়েছে বিগ বস-এর ঘরে৷ 

তারকাদের এহেন ঘনিষ্ঠতা যেমন টিআরপি বাড়িয়েছে, তেমনই তরতরিয়ে বেড়েছে তাঁদের জনপ্রিয়তা৷ দেখে নেওয়া যাক টিভির পর্দায় আগুন জ্বালানো এমনই কিছু তারকাকে৷

বিগ বসের দ্বিতীয় সিজন-এর কথা মনে আছে? ওই সিজনের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিল৷ দেখা যায়, বিগ বসের বাড়ির সুইমিং পুলে একে অপরের মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছেন এক জুটি। সুইমিং পুলে রাহুল মহাজন এবং পায়েল রোহতগির এই অন্তরঙ্গ মুহূর্ত সেই সময় ঝড় তুলেছিল৷ এর পরেই শোয়ের বিভিন্ন সময়ে তাঁরা কাছাকাছি এসেছেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও তৈরি হয়। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। রাহুলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন পায়েল। 

rahul mahajan

বিগ বস-৪ এর প্রতিযোগী ছিলেন বীণা মালিক এবং অস্মিত পটেল। পাকিস্তানের অভিনেত্রী বীণার সঙ্গে অভিনেত্রী আমিশা পটেলের ভাই-এর রোম্যান্স তখন ছিল চর্চার কেন্দ্রে। ক্যামেরার একাধিকবার তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে৷ অধিকাংশ সময়েই তাঁরা একে অপরকে জড়িয়ে থাকতেন। কানাঘুষো,  শো চলাকালীন নাকি তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে উঠেছিল।

অস্মিত

 

মাখোমাখো প্রেম দেখেছে বিগ বসের ষষ্ঠ সিজনও৷ সেই সঙ্গে হয়েছে চরম অশান্তি৷ ছোট পর্দায় জনপ্রিয় মুখ রাজীব পাল ছিলেন ওই সিজনের প্রতিযোগী৷ তাঁর সঙ্গে প্রতিযোগী হয়ে এসেছিলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী ডেলনাজও। কিন্তু রাজীবের সঙ্গে বিগ বসের অন্য এক প্রতিযোগীর সম্পর্ক গড়ে উঠতেই অন্য মোড় নেয় শো। অভিনেত্রী সানা খানের সঙ্গে রাজীবের ঘনিষ্ঠ মুহূর্ত বার বার ক্যামেরায় ধরা পড়েছিল।  প্রাক্তন স্ত্রী যে শোয়ের প্রতিযোগী, সেখানে অন্য একজনের সঙ্গে রাজীবের এই ঘনিষ্ঠ, বহু বিতর্কের জন্ম দিয়েছিল।

rajib

 বিগ বসের সপ্তম সিজনও কম যায়নি৷ এই সিজনের অন্যতম আকর্ষণ ছিলেন তানিশা এবং আরমান। অভিনেত্রী কাজলের বোন তনিশার সঙ্গে বিগ বসের সেটেই জুটি বেঁধেছিলেন অভিনেতা আরমান কোহলি। শো চলাকালীন তাঁরা এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন যে সলমন পর্যন্ত তাঁদের সতর্ক করতে বাধ্য হন। এক বছর সম্পর্কে থাকার পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ শোনা যায়, বিচ্ছেদের সময় আরমানকে নাকি চড়ও মেরেছিলেন তানিশা।

arman

 

 

বিগ বস-৭ এ তানিশা-আরমান ছাড়াও দর্শকদের নজর কেড়েছিল টেলিভিশন এবং বলিউড তারকা গওহর খান এবং কুশল টন্ডনের জুটি৷ দর্শকরা তাঁদের জুটিকে এতটাই পছন্দ করে ফেলেছিল যে, তাঁদের একসঙ্গে ‘গওশল’ বলেও সম্বোধন করতে শুরু করেছিলেন৷  তবে বিগ বস-এর ঘর থেকে বেরিয়ে মাত্র এক বছর সম্পর্কে ছিলেন তাঁরা৷ এর পর ব্যক্তিগত মনোমালিন্যের কারণে তাঁদের সম্পর্কে বিচ্ছেদ হয়ে যায়। কানাঘুষো, গওহর নাকি কুশলকে ধর্মান্তরণের প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাব খারিজ করেই তাঁরা আলাদা হয়ে যান৷ 

gahar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =