প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি, শেষ কাজ ‘লাল সিং চাড্ডা’-তে

প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি, শেষ কাজ ‘লাল সিং চাড্ডা’-তে

মুম্বই: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। বয়স হয়েছিল ৭৯ বছর। চলতি বছর জানুয়ারি মাসে জানা যায় বিরল রোগে আক্রান্ত অভিনেতা। নিউরোমাসকুলার ডিজিজ Myasthenia Gravis-এ আক্রান্ত তিনি। মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে চিকিৎসা চলছুল তাঁর৷ বর্ষীয়ান অভিনেতার প্রটাণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া বলিউডে৷ 

আরও পড়ুন- জেনিফার, শাকিরার সঙ্গে এক সারিতে নোরা! ফিফা বিশ্বকাপে প্রথম হিন্দি গান গাইবেন ভারতীয় তারকা

প্রবীণ অভিনেতার শেষ কাজ ছিল আমির খান ও করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে৷ ‘থ্রি ইডিয়টস’-সহ বহু হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকদের মন ছুঁয়েছিলেন তিনি। অভিনয় করেছেন অনেক ধারাবাহিকেও৷ বেশ কয়েক দিন ধরেই ভুগছিলেন অভিনেতা। স্নায়ুজনিত বিরল রোগে আক্রান্ত হয়ে শুক্রবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দেখেছে দর্শক। যে কোনও ভূমিকাতেই তিনি ছিলেন সাবলীল৷ চলতি বছর জানুয়ারি মাস নাগাদ এক বার হাসপাতালে ভর্তিও করাতে হয়েছিল তাঁকে।

১৯৯১ সালে ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ বালি৷ সেরা প্রযোজক হিসাবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন অভিনেতা।