Aajbikel

জেনিফার, শাকিরার সঙ্গে এক সারিতে নোরা! ফিফা বিশ্বকাপে প্রথম হিন্দি গান গাইবেন ভারতীয় তারকা

 | 
নোরা

 মুম্বই: এর আগে ফুটবল বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছে জেনিফার লোপেজ, শাকিরা, পিটবুলের মতো সেলিব্রিটিরা। এই প্রথম ফুটবল বিশ্বকাপে নাচে-গানে উন্মাদনার পারদ চড়াবেন কোনও ভারতীয় তারকা। আসন্ন কাতার বিশ্বকাপে নাচতে দেখা যাবে বলিউড সুন্দরী নোরা ফতেহিকে৷ নোরাই প্রথম ভারতীয় তারকা, যিনি ফিফা বিশ্বকাপ ২০২২-এ থিম গানের ভিডিয়োতে আত্মপ্রকাশ করবেন। জানা গিয়েছে, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন নোরা। সেখানে একই সঙ্গে তাঁকে নাচতে ও গাইতে দেখা যাবে।

আরও পড়ুন- শাঁখা-সিঁদুরে যেন নতুন বউ! মা-কে বরণ করে সিঁদুর খেলায় মাতলেন নুসরত


বলিউডে আইটেম গার্ল হিসাবে বেশ খ্যাতি রয়েছে নোরার৷ তাঁর শরীরী বিভঙ্গ বহু মানুষকে মুগ্ধ করে৷ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি সুপারহিট গানের সঙ্গে নৃত্যের ঝলক দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যেই খ্যাতি কুড়িয়েছেন মডেল-অভিনেত্রী৷ নাচের প্রতি তিনি যে অত্যন্ত প্যাশনেট তাও কারও অজানা নয়৷ সেই নোরাকেই এবার দেখা যাবে ফুটবল বিশ্বকাপের আসরে৷ 


ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে নোরার জন্য গান তৈরির দায়িত্ব রয়েছে ‘রেড ওয়ান’-এর উপর। এত দিন ফিফার সঙ্গীত প্রযোজনা করে আসছে তারাই৷ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটিও প্রযোজনা করেছিল ‘রেড ওয়ান’৷ দর্শকের মনে যে ভাবে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ কিংবা ‘লা লা লা’, সাড়া ফেলেছিল, সেই স্রোতেই এবার গা ভাসাবেন নোরা। কেবল উদ্বোধনী সঙ্গীত নয়, শেষ গানটিও গাইবেন নোরাই। উল্লেখযোগ্য বিষয়টি হল, নোরা গান গাইবেন হিন্দিতে! এমন ঘটনা ফিফার ইতিহাসে এই প্রথম।  


বলিউড থেকে বিশ্বকাপ ফুটবল মঞ্চের এই সফর নিশ্চিতভাবেই চমকপ্রদ। নিউ ইয়র্কের অভিনেত্রী-গায়িকা জেনিফার, কলম্বিয়ার তারকা শাকিরার সঙ্গে এক সারিতে চলে এলেন এই এই মরোক্কান সুন্দরী। তাঁর হাত ধরেই বিশ্ব দরবারে আরও এক বার উজ্জ্বল হল ভারতের নাম। 


কানাডার মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা বহু বছর ধরেই ভারতের বাসিন্দা। ভারতই তাঁর কর্মস্থল৷ তাঁকে ভারতীয় তারকা হিসাবেই ধরা হয়৷ বলিউডে ভিত শক্ত করার চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন রিয়্যালিটি শো-তেও দেখা দিয়েছে তাঁকে। নৃত্যশিল্পে তাঁর পারদর্শিতার ঝলক মিলেছে দক্ষিণী ছবির আইটেম গানগুলিতে৷ বর্তমানে ‘ঝলক দিখ লা যা ১০’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে নোরাকে। এছাড়াও অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ ছবিতে এক বারবনিতার চরিত্রেও ধরা দেবেন অভিনেত্রী।

Around The Web

Trending News

You May like