রাজনীতির পথে মহানায়িকার নাতনি? রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন রিয়া

রাজনীতির পথে মহানায়িকার নাতনি? রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন রিয়া

 নয়াদিল্লি: তবে কি এবার রাজনীতির আঙিনায় মুনমুন-কন্যা? কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুল গান্ধীর পাশে হাঁটলেন মহানায়িকা সুচিত্রা সেনের কনিষ্ঠা নাতনি রিয়া সেন৷ সেই ছবি দেখল গোটা দেশ৷ রুপোলি পর্দায় রাজনীতি নির্ভর ছবি ‘আঁধি’-তে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন৷ ইন্দিরা গান্ধীর চরিত্রের আদলে সাজানো হয়েছিল তাঁর চরিত্রকে৷ কাকতালীয়ভাবে ইন্দিরা গান্ধীর নাতির সঙ্গেই পা মেলালেন মহানায়িকার ছোট নাতনি৷ আর সেটা বাস্তবের মাটিতে৷  

আরও পড়ুন- বিমানে কি আর মাস্ক পরা বাধ্যতামূলক? স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র

মুনমুন কন্যার কংগ্রেসের কর্মসূচিতে অংশ নেওয়ার একটি ভিডিয়ো দলের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা দেখে জোর গুঞ্জন, তবে কি এবার রাজনীতিতে আসতে চলেছেন রিয়া? ধরতে চলেছেন কংগ্রেসের হাত? যদিও রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে কোনও মন্তব্যই করেননি অভিনেত্রী৷ ২০১৪-র পর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে  তৃণমূল প্রার্থী মুনমুন সেনের হয়ে প্রচারের ময়দানে নেমেছিলেন তাঁর ছোট মেয়ে৷ সেই সময় একটি সাক্ষাৎকারে রিয়া বলেছিলেন, “আমার রাজনৈতিক চিন্তাভাবনার সঙ্গে মায়ের দৃষ্টিভঙ্গি অনেকটাই মেলে। পাঁচ বছর আগেও আমি বাঁকুড়ায় তাঁর জন্য মিছিল করেছিলাম। আজও করেছি।” যদিও ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন মুনমুন৷  

কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করছেন। সেই পদযাত্রাতেই বৃহস্পতিবার হাঁটতে দেখা যায় অভিনেত্রী রিয়াকে। খোলা চুল, চোখে সানগ্লাস, পায়ে হাঁটার উপযোগী সাদা স্নিকার্স গলিয়ে রাহুলের পাশে হাঁটছিলেন তিনি। পরনে হালকা বাদামি আর লাল রঙের টপ এবং জিন্‌সের ট্রাউজার্স। মিছিলে হাঁটার ফাঁকে সোনিয়া-তনয়ের সঙ্গে বেশ কয়েক কথা বলতেও দেখা যায় তাঁকে। আর ছোট ছোট চিত্র একত্রিত হয়ে তৈরি হল জল্পনার পাহাড়৷ 


কিছু দিন আগে রাহুলের পদযাত্রায় পা মিলিয়েছিলেন বলিউড অভিনেত্রী পূজা ভাট৷ এবার বঙ্গ তনয়া রিয়া৷ এর আগে মায়ের হয়ে প্রচার করলেও কোনও দিন সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেননি মুনমুন-কন্যা৷ অনেকের মতে, অভিনেত্রী হিসেবে রিয়ার কেরিয়ার টালমাটাল। অনেক নায়িক-নায়িকাই কেরিয়ারের এই পর্যায়ে পৌঁছে রাজনীতির দুনিয়ায় পা রাখেন। রিয়াও হয়তো তেমনই কিছু পরিকল্পনা করছেন৷ আর সেটা নিয়েই যত জল্পনা। যদিও একশ্রেণির মতে, গান্ধী পরিবারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সূত্রেই এদিন রাহুলের পাশে হেঁটেছেন রিয়া৷ আগামী দিনে তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে কিনা, তা অবশ্য সময়ই বলবে৷