লন্ডন: ইতিহাস গড়ে ব্রিটেনের মসনদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। দীপাবলির রাতে এই খবর আসতেই চর্চায় তিনি। তবে ফোকাস কেড়েছেন ঋষি জায়া অক্ষতা মূর্তিও। তাঁকে নিয়েও এক সময় ব্রিটেন জুড়ে শুরু হয়েছিল হইচই। তাঁকে ঘিরে রয়েছে নানা বিতর্কও।
আরও পড়ুন- হোয়াইট হাউজে দিওয়ালির গ্র্যান্ড ‘সেলিব্রেশন’! বলিউড মিউজিক আর ভারতীয় খাওয়ায় মাতলেন বাইডেন
ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং চেয়ারপার্সন সুধা মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি পেশায় ফ্যাশন ডিজাইনার। এমবিএ করার পাশাপাশি ফরাসি ভাষা নিয়েও পড়াশোনা করেছেন ঋষির স্ত্রী। অক্ষতার সঙ্গে ঋষির আলাপ হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়। ২০০৯ সালে বেঙ্গালুরুতে গাঁটছড়া বাঁধেন ঋষি এবং অক্ষতা৷
চলতি বছরের শুরুতে চর্চার কেন্দ্রে উঠে আসেন অক্ষতা। তাঁর সম্পত্তি, আয়কর এবং রাশিয়ার সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’-র কারণে তদন্তের আওতায় আসেন ঋষি-পত্নী৷ ব্রিটিশ আইন মোতাবেক, যাঁরা কর্মসূত্রে ব্রিটেনে বসবাস করছেন, তাঁদের সে দেশের সরকারকে একটি বিশেষ কর দিতে হয়। অভিযোগ, ‘প্রভাব খাটিয়ে’ সেই কর ফাঁকি দিয়েছেন অক্ষতা৷
সম্পত্তির নিরিখে অক্ষতা হার মানান ব্রিটেনের রানিকেও৷ ঋষি ও তাঁর স্ত্রী মোট ৭৩০ মিলিয়ন পাউন্ডের মালিক৷ ভারতীয় মুদ্রায় যার পরমাণ ৬ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। ইনফোসিসে অক্ষতার শেয়ারের মূল্য প্রায় ৪৩০ মিলিয়ন পাউন্ড। অক্ষতা নিজে ব্রিটিনের একটি ভেঞ্চার কোম্পানির মালিক৷ পাশাপাশি ব্রিটেনের আরও পাঁচটি সংস্থার ডিরেক্টর অথবা শেয়ার হোল্ডার হিসাবে রয়েছেন অক্ষতা মূর্তি৷
এদিকে, ইনফোসিসের একটি অফিস রয়েছে রাশিয়াতেও৷ ইউক্রেনের বিরুদ্ধে মস্কো সেনা অভিযান শুরু করতেই রাশিয়া থেকে আয় হয় এমন ব্যবসাগুলি প্রশ্নের মুখে পড়ে। স্বাভাবিক ভাবেই প্রশ্নের আঙুল উঠেছিল ব্রিটেনের প্রথম সারির রাজনীতিবিদ ঋষির দিকে। যদিও ঋষি বা তাঁর স্ত্রীর রাশিয়ায় ব্যবসা চালানোর কথা অস্বীকার করেন। পরে ইনফোসিসের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, “ইনফোসিস রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধকে সমর্থন করে না৷ আমরা শান্তিচুক্তির পক্ষে। রাশিয়ায় ইনফোসিসের একটি ছোট দল রয়েছে, যাঁরা আন্তর্জাতিক গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে৷ রাশিয়ার সঙ্গে এই সংস্থার সক্রিয় যোগ নেই।’’
এদিকে, কর নিয়ে বহু বার প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অক্ষতা৷ এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘‘অনেকেই আমাকে আয়কর দেওয়া নিয়ে প্রশ্ন করে থাকেন। আমি ব্রিটেনের আয়ের উপর নির্দিষ্ট কর এবং আন্তর্জাতিক আয়ের উপর আন্তর্জাতিক কর দিয়েছি৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>