সিলেট: খেলতে খেলতেই হঠাৎ সানস্ট্রোক৷ কোনও রকমে ফিজিয়োকে ধরে মাঠ ছাড়েন। দেখে মনে হচ্ছিল আজ বুঝি আর মাঠে নামতে পারবেন না। কিন্তু, তাঁকে রোখে সাধ্য কার৷ তিনি ফিরলেন রাজার মতে। ব্যাট হাতে ঝড়ও তুললেন৷ পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেন বাংলার মেয়ে রিচা ঘোষ। এক সময় মনে হচ্ছিল, একাই হয়তো ম্যাচটা জিতিয়ে দেবেন। কিন্তু, পারলেন না। পাকিস্তানের কাছে এদিনের ম্যাচ হারে ভারত৷
আরও পড়ুন- BCCI-এর সভাপতি পদে আর লড়াবেন না সৌরভ? আলোচনায় বিশ্বকাপজয়ীর নাম
এ বছর মহিলা ক্রিকেটে এশিয়া কাপের খেলা হচ্ছে বাংলাদেশের সিলেটে। দিনের বেলা শুরু হচ্ছে খেলা৷ ফলে প্রখর রোদের মধ্যেই খেলতে হচ্ছে ক্রিকেটারদের। পাকিস্তান ইনিংসের ১২ ওভারের পরে হঠাৎ করেই অসুস্থ বোধ করেন ১৯ বছরের রিচা। মাঠেই তাঁর চিকিৎসা শুরু হয়৷ গলায়, ঘাড়ে তোয়ালে দিয়ে তাঁকে কিছু ক্ষণ বসিয়ে রাখেন দলের ফিজিয়ো। তার পরে তাঁকে নিয়ে যান সাজঘরে। জানা গিয়েছে, প্রবল গরমে সানস্ট্রোক হয়ে গিয়েছিল বাংলার এই ক্রিকেটারের। তিনি মাঠ ছাড়ার পর উইকেটরক্ষকের দায়িত্ব সামলান শেফালি বর্মা।
মাঠ ছাড়ার আগে অবশ্য সিদরা আমিনের দারুণ ক্যাচ ধরেন রিচা। মুনিবা আলিকেও দুরন্ত স্টাম্প করেন৷ রিচা ব্যাট করতে নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল৷ এ বিষয়ে ম্যানেজমেন্টের তরফে কিছু জানানো হচ্ছিল না। কিন্তু, ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে দেখা যায় আট নম্বরে রয়েছে রিচার নাম। রিচা যখন ব্যাট করেত নামেন, তখন ম্যাচে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। রিচা ক্রিজে আসার পর আউট হয়ে যান অধিনায়ক হরমনপ্রীত কৌরও।
সেখান থেকেই ব্যাট হাতে জ্বলে উঠলেন বঙ্গ-তনয়া। একের পর এক বড় শট মারতে থাকেন। খুব সহজেই বাউন্ডারির বাইরে বল পাঠাচ্ছিলেন রিচা। আশা জাগছিল ভারতীয় দর্শকদের মনে৷ কিন্তু ১৯তম ওভারে ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। ১৩ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন৷ তাঁর ইনিংসে রয়েছে একটি চার ও তিনটি ছক্কা। তিনি আউট হতেই ভারতের জয়ের আশাও শেষ হয়ে যায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>