কলকাতা: সঙ্কটকালে মানবিকতার জয়৷ অসুস্থ বিজেপি বিধায়কের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিল রেড ভলান্টিয়ার্স৷ তাদের প্রশংসায় পঞ্চমুখ বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের ছেলে থেকে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হলেও আপাতত ভালোই আছেন বিধায়ক৷
আরও পড়ুন- নারদ মামলায় জামিনে স্থগিতাদেশ, পুনর্বিবেচনার আর্জি ৪ নেতার
করোনাকালে বেঁচে থাকাই দায়৷ চারিদিকে ত্রাহি ত্রাহি রব৷ এরই মধ্যে মানবিকতার নজির রানাঘাটে৷ রাজনৈতিক ময়দানে লড়াই একে অপরের বিরোধী৷ কিন্তু লড়াইটা যেখানে জীবনের সঙ্গে মৃত্যুর, সেখানে হয়তো রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই যায়৷ জীবনের থেকে যে কিছুই বড় নয়, সেই বার্তাই দিল রেড ভলেন্টিয়ার্স৷ খবর পাওয়া মাত্র বিজেপি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেয় বামপন্থী ছাত্রযুবদের তৈরি রেড ভলান্টিয়ার্স৷ মানবিকতার স্পর্শে ঘুচল দলীয় ব্যবধান৷
রবিবার সন্ধের সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রানাঘাট পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়৷ শ্বাসকষ্ট শুরু হওয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় তাঁর৷ তবে বেশ কিছুক্ষণ চেষ্টা করেও অক্সিজেন জোগাড় করা সম্ভব হয়নি৷ রানাঘাট রেড ভলান্টিয়ার্সের কাছে খবর যায়৷ খবর পেয়েই তাঁরা বিজেপি বিধায়কের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়৷ তাঁরাই জোগাড় করে আনে অ্যাম্বুলেন্স৷ সেই অ্যাম্বুলেন্সে করেই রবিবার রাতে কলকাতায় আনা হয় বিজেপি বিধায়ককে৷ যতই রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক, থাক বাগযুদ্ধ, কিন্তু যে ভাবে রেড ভলান্টিয়ার্স পাশে এসে দাঁড়িয়েছে তা দেখে আপ্লুত বিধায়কপুত্র৷
আরও পড়ুন- অসুস্থ ফিরহাদ, প্রেসিডেন্সি সংশোধনাগারেই শারীরিক পরীক্ষা মন্ত্রীর
পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ছেলে কামনাশিস চট্টোপাধ্যায় বলেন, রাজনীতির বাইরে গিয়ে ওরা কাজ করছে৷ এভাবে সাহায্য করবে ভাবতে পারিনি৷ এর জন্য আমরা কৃতজ্ঞ৷ রেড ভলান্টিয়ার্সের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় নেতৃত্বও৷ অন্যদিকে, রেড ভলান্টিসার্স বলছে, এটাই আমাদের কর্তব্য৷ এই সময় কে কোন দল করে, কী ধর্ম, সেটা দেখা আমাদের কাজ নয়৷ মানুষের জীবন বাঁচানোই আমাদের অগ্রাধিকার৷