অসুস্থ ফিরহাদ, প্রেসিডেন্সি সংশোধনাগারেই শারীরিক পরীক্ষা মন্ত্রীর

অসুস্থ ফিরহাদ, প্রেসিডেন্সি সংশোধনাগারেই শারীরিক পরীক্ষা মন্ত্রীর

কলকাতা:  নারদ কাণ্ডে নাটকীয় মোড়৷ গতকাল গ্রেফতার করা হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে৷ অসুস্থ বোধ করায় ভোর বেলাতেই এসএসকেএম-এ নিয়া আসা হয় মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে৷ এদিন জেলের মধ্যে অসুস্থ বোধ করেন ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়৷ ভোর রাতে এসএসকেএম-এ নিয়ে আসা হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়কে৷ কিন্তু তখন পরীক্ষা না করিয়েই ফিরে যান সংশোধনাগারে৷ আজ ফের তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়৷ 

আরও পড়ুন- তৃণমূল নেতাদের হয়ে জোড় সওয়াল কল্যাণের, চার্জশিটে স্যামুয়েলের নাম নেই কেন?

অন্যদিকে জেলেই শারীরিক পরীক্ষা করা হয় ফিরহাদ হাকিমের৷ জেলের চিকিৎসকরাই তাঁর পরীক্ষা করেন৷ সকালে প্রেসিডেন্সি জেলে যান ফিরহাদ-কন্যা৷ তিনি জানান, ফিরহাদ হাকিম শারীরিক ভাবে সুস্থ আছেন৷ কিন্তু বাংলার মানুষের জন্য কাজ করতে পারছেন না৷ সে কারণেই মানসিক ভাবে ভেঙে পড়ছেন৷ তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে সুপ্রিমকোর্ট জানিয়েছিল, এখন যাতে কাউকে গ্রেফতার করা না হয়৷ এতে সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা থাকে৷ তার উপর ববি হাকিম কর্পোরেশনের চেয়ারপার্সন৷ এই সময় প্রত্যেক দিন উনি কাজে বেড়িয়েছেন৷ যাতে কলকাতার মানুষ, বাংলার মানুষ সুস্থ থাকে, ভালো থাকে৷ সেই সময় ওঁনাকে এখানে ঢোকানো হল৷ বাংলার মানুষের জন্য কাজ করতে না পারার কষ্ট হচ্ছে তাঁর৷ উনি বাংলার মানুষকে বাঁচাতে চান৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =