লঙ্কায় দেবী সীতার বন্দিস্থল ‘অশোক বটিকা’ থেকে আসছে রাম মন্দির নির্মাণের পাথর

লঙ্কায় দেবী সীতার বন্দিস্থল ‘অশোক বটিকা’ থেকে আসছে রাম মন্দির নির্মাণের পাথর

নয়াদিল্লি:  অযোধ্যা নগরীতে তোড়জোড়ের সঙ্গে চলছে রাম মন্দির নির্মাণের কাজ৷ মন্দির নির্মাণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অনুদান৷ এবার শ্রীলঙ্কা থেকে আসছে মন্দির নির্মাণের পাথর৷ দেবী সীতাকে অপহরণ করে লঙ্কায় যে স্থান বন্দি রাখা হয়েছিল, সেই সীতা এলিয়া থেকেই পাথর আনা হচ্ছে৷ 

আরও পড়ুন- শ্লীলতাহানির পর রাখি পড়ালেই জামিন! হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

জানা গিয়েছে, ভারতে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মিলিন্দা মোরাগোদার মাধ্যমে এই পাথর রাম মন্দির ট্রাস্টের হাতে পৌঁছে দেওয়া হবে৷ মন্দির নির্মাণের কাজে এই পাথর ব্যবহার করা হবে৷ সীতা এলিয়ায় দেবী সীতার নামে একটি মন্দিরও রয়েছে৷ কথিত আছে, এই স্থানেই দেবী সীতাকে বন্দি করে রেখেছিলেন রাক্ষসরাজ রাবণ৷ এখানে  অশোক বটিকেতে বসেই তিনি নিত্যদিন রাম বন্দনা করতেন৷ প্রভু রামের কাছে প্রার্থনা করতেন তাঁকে উদ্ধার করার জন্য৷ তাই এই স্থানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়৷ 

আরও পড়ুন- বায়ুদূষণে বিশ্বের ৩ নম্বরে ভারত, সমীক্ষা রিপোর্টে বাড়ছে উদ্বেগ

এদিকে রাম মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যেই দেশ জুড়ে ২ হাজার কোটির বেশি সংগ্রহ করা হয়ে গিয়েছে৷ দেশের প্রথম নাগরিক থেকে পথের দরিদ্র মানুষ, সকলেই নিজের সমর্থ মতো দান করেছেন৷ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানিয়েছেন, আগামী ৩ বছরের মধ্যে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে৷ রাম মন্দির নির্মাণের জন্য প্রথমে ৭০ একর জমি নেওয়া হয়েছিল। পরে মন্দির কর্তৃপক্ষ আরও ৭ হাজার ২৮৫ বর্গ ফুট জমি কেনে। ৭০ একর জমির বদলে ১০৭ একর জমি নিয়ে মন্দির প্রাঙ্গন সাজাতে চায় ট্রাস্ট। জানা গিয়েছে, ১ কোটি টাকা দিয়ে মন্দির সংলগ্ন জমি কেনা হয়েছে৷ এর মধ্যে ৫ একর জায়গা জুড়ে থাকবে মন্দির। আর বাকি ১০০ একর জায়গায় থাকবে জাদুঘর, লাইব্রেরি, যজ্ঞশালা, পিকচার গ্যালারি প্রভৃতি৷ গত বছর অগাস্ট মাসে রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + two =