ভিন নামে প্রচার! তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে রাজীব

ভিন নামে প্রচার! তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে রাজীব

কলকাতা:  ভোট শুরু হতে বাকি আর হাতে গোনা তিনদিন৷ ভোটের ঠিক আগে তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী৷ ইতিমধ্যেই পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর মনোনয় বাতিল করার দাবি তুলে ঘাসফুল শিবিরকে বেকায়াদায় ফেলেছে বিজেপি৷ এবার ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের প্রার্থীপদ খারিজের দাবি তুলে নির্বাচন কমিশনে গেল গেরুয়া দল৷ তাঁর প্রার্থীপদ খারিজের দাবি জানিয়ে চিঠি পাঠালেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন-  সেই মমতাকে অনুকরণ? প্রচারে বেরিয়ে চা বানিয়ে খাওয়াচ্ছেন তনুশ্রী

কেন কল্যাণ ঘোষের প্রার্থীপদ খারিজের দাবি তুলে শোরগোল ফেললেন রাজীব? তাঁর দাবি, যে নামে হাওড়া ডোমজুড়ের তৃণমূল প্রার্থী প্রচার চালাচ্ছেন, আর যে নামে তিনি মনোনয়ন জমা দিয়েছেন তা সম্পূর্ণ ভিন্ন৷ অভিযোগ, কল্যানেন্দু ঘোষ নামে কমিশনের কাছে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী৷ এই নামেই তিনি সই করেছেন৷ অথচ প্রচার চালাচ্ছেন কল্যাণ ঘোষ নামে৷ এদিকে আবার হলফনামার জন্য স্ট্যাম্প পেপার কেনা হয়েছে কল্যাণ ঘোষ নামে৷ এক ব্যক্তি অথচ দুটি ভিন্ন নাম৷ এই অভিযোগেই তাঁর প্রার্থী পদ বাতিলের দাবি তুলে কমিশনে গিয়েছেন রাজীব৷  

নিজের নাম নিয়ে কল্যাণ ঘোষ মিথ্যাচার করেছে বলে সরব হয়েছেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী৷ তাঁর দাবি, নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার অপরাধে কল্যাণবাবুর মনোনয়ন বাতিল করা হোক৷ কমিশনের নিয়ম অনুসারে, যে নামে প্রার্থী তাঁর মনোনয়ন পেশ করবেন, সেই নামেই তাঁকে প্রচার চালাতে হবে৷ অনেক সময়েই দেখা যায় তারকা প্রার্থী বা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের বিভিন্ন জনপ্রিয় নাম থাকে৷ সেক্ষেত্রে আসল নামের পাশে সেই নাম উল্লেখ করাটাই দস্তুর৷ 

আরও পড়ুন- মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে সপাটে চড়, গালিগালাজ, ভাইরাল মানস-কীর্তি

উদাহরণ স্বরূপ বলা যেতে পারে অভিনেতা দেবের আসল নাম দীপক অধিকারী৷ তাই ভোটে সেই নামেই লড়েছেন তিনি৷ আবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ববি নামে এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বালু নামে অধিক পরিচিত৷ তাঁরাও কিন্তু ভোটে দাঁড়ান আসল নামেই৷      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *