শ্যামপুর: তারকা হিসেবে ভারতীয় জনতা পার্টি শিবিরে যোগ দেওয়ার পরেই প্রার্থী হয়েছেন তনুশ্রী চক্রবর্তী। এখন আর হাতে গোনা কয়েক দিন বাকি তারপরেই শুরু হয়ে যাবে ভোটদান পর্ব। এই মুহূর্তে প্রচারে কোনরকম খেদ রাখতে প্রস্তুত নয় কেউ। নিজের এলাকায় প্রার্থী হওয়ার পরদিন থেকেই জোরকদমে প্রচার চালাচ্ছেন তনুশ্রী। এবার তাঁকে চা বানাতে দেখা গেল! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি ভোটের প্রচারে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করলেন? কারণ এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চা বানাতে দেখা গিয়েছিল।
শ্যামপুরে দলের হয়ে প্রচারের বেরিয়ে এক দোকানে ঢুকে চা বানালেন বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “বাঙালি যেখানেই যাক, চা মাস্ট!” এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে একইভাবে চায়ের দোকানে ঢুকে চা বানাতে দেখা গিয়েছিল। তখন বিজেপি নেতৃত্ব থেকে অনেক কথাই বলা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে খোদ বিজেপির প্রার্থী দোকানে ঢুকে চা বানাচ্ছেন নিজের হাতে। যদিও এই নিয়ে আলোচনা কিছু কম হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ কমেন্ট করে জানতে চাইছেন, নির্বাচনের পরেও তাঁকে এই ভাবে চা বানাতে দেখা যাবে কিনা সাধারণ মানুষের জন্য। উল্লেখ্য, তারকা প্রার্থী হয়েও তনুশ্রীকে দেখা যাচ্ছে সাধারণত টোটোয় ঘুরে প্রচার করতে। দিনের শুরুতে মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার শুরু করেন তিনি। আপাতত তাঁকে দেখে মনে হচ্ছে তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন ভালোভাবেই। কিন্তু এখন প্রশ্ন একটাই, সাধারণ মানুষ তাঁর সঙ্গে কতটা মিশতে পেরেছেন। ২ মে ভোটের গণনা এই চা বানানোর কোনো প্রভাব পড়বে কিনা তা জানার জন্য অপেক্ষা করতেই হচ্ছে।
বাঙালি যেখানেই যাক চা Must☕
Posted by Tnusree C on Tuesday, 23 March 2021
প্রসঙ্গত, নন্দীগ্রামে প্রচার করার সময় হঠাৎ এক চায়ের দোকানে ঢুকে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের চা বানিয়ে সকলকে খাওয়ান। মমতা বন্দ্যোপাধ্যায়কে চা বানাতে দেখে দোকানের সামনে ব্যাপক ভিড় জমে গিয়েছিল। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও।