টেট পরীক্ষার আগে স্কুলে ঢুকে ফোন-হেডফোন রেখে পালাল কিছু যুবক

টেট পরীক্ষার আগে স্কুলে ঢুকে ফোন-হেডফোন রেখে পালাল কিছু যুবক

5b38d17f0c4d139d8952361661dcb883

কলকাতা:  নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য যখন তোলপাড় তখন রবিবার প্রাথমিক টেটের আয়োজন রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। পরীক্ষার ঠিক আগে মালদা থেকে উঠে এল বিস্ফোরক অভিযোগ। ইংরেজবাজারের নিবেদিতা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সোমা ভাদুড়ির অভিযোগ, শুক্রবার স্কুলে ঢুকে আসে বেশ কিছু যুবক৷ তাঁরা স্কুলে মোবাইল ফোন ও হেডফোন রেখে যাওয়ার চেষ্টা করে৷ বাধা দিতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

আরও পড়ুন- ওএমআর শিট মূল্যায়নেই কারচুপি! সিবিআই রিপোর্টে এক সংস্থার উল্লেখ

রবিবার প্রায় ৭ লক্ষ চাকরিপ্রার্থী প্রাথমিক টেট পরীক্ষায় বসবেন। রাজ্যের বিভিন্ন স্কুলে পরীক্ষার আয়োজন করা হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম প্রাথমিক টেট পরীক্ষা হবে রাজ্যে।  পরীক্ষাকেন্দ্র  হয়েছে ইংরেজবাজারের নিবেদিতা গার্লস স্কুলও। 

স্কুলের প্রধান শিক্ষিকা সোমা ভাদুড়ি বলেন, ‘শুক্রবার বিকেল ৪টে নাগাদ আমি ও কয়েকজন শিক্ষাকর্মী স্কুলে বসেছিলাম। বাকিরা বেরিয়ে গিয়েছিল। হঠাৎ দেখি কয়েকজন যুবক হুড়মুড় করে স্কুলে ঢুকে পড়ল। তারা কেউ করিডর ধরে ছুটছে। কেউ গাছ বেয়ে সানশেডে ওঠার চেষ্টা করছে। তাদের দেখে আমরা বেরিয়ে আসি। ওই যুবকরা জানায় তারা শৌচাগার ব্যবহার করতে চায়। আমি বলি, এটা মেয়েদের স্কুল। শৌচাগার ব্যবহার করার জায়গা নয়। এরই মধ্যে এক যুবক প্লাস্টিকে মুড়ে কিছু একটা দোতলার বারান্দায় ছুড়ে দেয়। স্কুলের এক কর্মী গিয়ে দেখেন তার মধ্যে রয়েছে একটি মোবাইল ফোন ও হেডফোন রয়েছে।’