FAKE ভিডিয়ো ছড়িয়ে বাংলার হিংসা রুখতে কড়া বার্তা পুলিশের

FAKE ভিডিয়ো ছড়িয়ে বাংলার হিংসা রুখতে কড়া বার্তা পুলিশের

কলকাতা:  এপার বাংলায় যখন আনন্দের জোয়ারে ভাসছে মানুষ, ওপার বাংলায় তখন চলছে তাণ্ডব৷ চট্টগ্রাম থেকে কুমিল্লা, রংপুর থেকে ফেনী দফায় দফায় বাঁধল অশান্তি৷ চলল ঘারবাড়ি, দোকানে ভাঙচুর৷ অষ্টমীর দিন রাতে বাংলাদেশের একাধিক পুজো মণ্ডপে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় উদ্বেগে  এপার বাংলাতেও৷ বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার প্রভাব যাতে পশ্চিমবঙ্গে না পরে তার জন্য সতর্ক করল রাজ্য পুলিশ৷

আরও পড়ুন- প্রশাসনের নিষেধাজ্ঞা মেনেই দিঘার সমুদ্রে স্নান পর্যটকদের

মঙ্গলবার রাজ্য পুলিশের তরফে টুইট করে বলা হয়, বাংলাদেশে দুর্গা পুজো সংক্রান্ত কিছু ভিডিও ক্লিপ হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে৷ পশ্চিমবাংলার আইন-শৃঙ্খলা ভঙ্গ করার লক্ষ্যেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এইপোস্ট করা হচ্ছে৷ দয়া করে এই ধরনের ভিডিয়ো ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকুন৷ 

এদিকে এই ঘটনায় দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সেই সঙ্গে কড়া বার্তাও দিয়েছেন তিনি৷ হাসিনা বলেছেন, যাঁরা এই ধরনের ঘটনা ঘটাবে তাঁদেরকে আমরা খুঁজে বার করবই৷ এটা প্রযুক্তির যুগ৷ অপরাধীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যস্থা নেওয়া হবে৷ তবে বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপে কারা হামলা চালিয়েছে, কী কারণেই বা  হামলা চালানো হয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমমন্ত্রী আসাদুজ্জামান৷ তিনি বলেন, সরকার এখনও কোনও প্রমাণ হাতে পায়নি। প্রমাণ পাওয়ার পরেই বিষয়টি প্রকাশ্যে আনা হবে। তবে যে কারণেই এই হামলা হোক না কেন, দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 6 =