প্রশাসনের নিষেধাজ্ঞা মেনেই দিঘার সমুদ্রে স্নান পর্যটকদের

প্রশাসনের নিষেধাজ্ঞা মেনেই দিঘার সমুদ্রে স্নান পর্যটকদের

দিঘা: বৃষ্টি হলেও দিঘার সমুদ্রের তেমন নেই জলোচ্ছ্বাস। বেড়াতে আসা পর্যটকরা প্রশাসনের নিষেধাজ্ঞা মেনেই সমুদ্রে স্নান করছেন। মঙ্গলবার সকাল থেকে দিঘা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা দিলেও দুপুরের দিকে তেমন জলোচ্ছ্বাস দেখা নেই। মাঝেমধ্যে বৃষ্টি হলেও দিঘা সমুদ্রের জলোচ্ছ্বাস না থাকায় খুশি পর্যটকেরা। কিন্তু তৎপর রয়েছে প্রশাসনে আধিকারিকরা। মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। হাঁটু জলে নিচে পর্যটকদের স্নান করতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। সকাল থেকে সমুদ্র ঘাটে বিশাল পুলিশবাহিনী ও সিভিল ডিফেন্স মোতায়েন করা হয়েছে।

বিজয়াদশমী পর থেকে সৈকত নগরীর দিঘা পর্যটক ঠাসা। শুধু দিঘা নয় তাজপুর মান্দারমনি বেশিরভাগ হোটেল পর্যটকে ভর্তি রয়েছে। নিম্নচাপের ফলে মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় সৈকত উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হচ্ছে। এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে হলুদ সর্তকতা জারি করা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘণ্টায় ৪০থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মৎস্য শিকার করতে বারণ করা হয়েছে।

দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীপ্রদাস চক্রবর্তী বলেন, “সৈকত নগরের দিঘায় সহ পর্যটন এলাকায় পর্যটকের সমাগম ভালোই রয়েছে। বৃষ্টিপাতের কারণে অনেক পর্যটক হোটেল বন্দি হয়ে রয়েছেন৷” দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন ” সকালে জলেচ্ছাস হলেও এখন স্বাভাবিক রয়েছে। মাইকিং করে পর্ষটকদের সর্তক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 6 =