‘পুলিশ BJP হয়ে গিয়েছে, CRPF-কে ঘিরে রাখুন’, মহিলাদের নির্দেশ মমতার!

‘পুলিশ BJP হয়ে গিয়েছে, CRPF-কে ঘিরে রাখুন’, মহিলাদের নির্দেশ মমতার!

কোচবিহার:  এতদিন বিজেপি’র অভিযোগ ছিল পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশ কাজ করছে তৃণমূলের হয়ে৷ এদিন মমতার মুখে শোনা গেল উল্টো গান৷ বললেন, ভোটের সময় পুলিশের কথাও বিশ্বাস করবেন না৷ কারণ এই সময় পুলিশও বিজেপি হয়ে যায়৷ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সওয়াল তোলেন তিনি৷ 

আরও পড়ুন- ভরা জনসভায় সিপিএম’কে ‘স্বৈরাচারী’ বললেন অধীর! বাড়ালেন জোট জট

এদিন মমতা বলেন, ছোট পুলিশদের কোনও দোষ নেই৷ পুলিশের নেতারাই দায়ী৷ অনেকেই সমঝোতা করে বসে রয়েছেন৷ কালকে আরামবাগে কী হয়েছে দেখে নিয়েছি৷ সেখানে পুলিশের ভূমিকাও দেখে নিয়েছি৷ তাই আমরাও লক্ষ্য রাখব কে কি করছেন না করছেন৷ আমরা শান্তিপূর্ণ ও অবাধ ভোট চাই৷ সিআরপিএফ সাধারণ মানুষকে ভোট দিতে দিচ্ছে না৷ তারা ভোটারদের বাধা দিতে পারে না৷ সিআরপিএফকে সম্মান দিয়েও বলতে হচ্ছে তারা এখানে অশান্তি করছে৷ আমি বিজেপি’র সিআরপিএফ-কে সম্মান করি না, সমর্থন করি না৷ যারা বিজেপি’কে ভোট দিতে বলছে৷ মানুষকে হয়রান করছে৷ মহিলাদের মারছে৷ আমরা সেই সিআরপিএফ-কে সম্মান করি না৷ 

তৃণমূল নেত্রী বলেন, সুকমায় এতগুলো জওয়ানের প্রাণ গেল৷ বিজেপি কী করেছে? একদিকে আপনাদের মারছে, আর অন্যদিকে বলছে ভোট করিয়ে আসুন৷ বিজেপি’কে ভোট দিতে বলুন৷ মহিলাদের এলাকা থেকে বেরতে দেবেন না৷ আমরা তো আপনাদের সমর্থন করি৷ সম্মান করি৷ কিন্তু যারা বিজেপি করে আর প্রশ্ন করে মোদী না দিদি? তাঁদের আমরা সম্মান করি না৷ সিআরপিএফ গন্ডোগোল করলে আপনারা সব ঘেরাও করে রাখেন৷ একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন৷ ভোট নষ্ট করবে না৷    

আরও পড়ুন- মার খেয়েও প্রার্থীরা ঘুরবেন, আর এজেন্ট ভয় পেলে দুটো থাপ্পর দিন, কড়া বার্তা মমতার

তাঁর কথায়, পুলিশকে নিরপেক্ষাভাবে কাজ করতে হবে৷ গতকাল যে ঘটনা ঘটেছে, তার যেন পুনরাবৃত্তি না হয়৷ এই ক’দিনের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে৷ এখন আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে৷ তাদের বলতে চাই এইভাবে যেন মানুষ মারা না হয়৷ কেন্দ্রীয় বাহিনী যেন সাধরণ ভোটারকে, মহিলাদের বিরক্ত না করে৷ আরপিএফ-এর বিরুদ্ধে শ্লীলতাহানীর খবরও এসেছে৷ 

অমিত শাহকে একহাত নিয়ে বলেন, তাঁর নির্দেশেই সিআরপিএফ এই সব কাজ করে বেরাচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি পুলিশকে কোনও দিনও এমন নির্দেশ দিইনি৷ আপনার নির্দেশেই পুলিশ এই সব করছে৷ আপনি পুলিশের জীবন তো রক্ষা করতে পারেননি৷ আ এখন বাংলা দখলের স্বপ্ন দেখছেন৷  

   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *