মার খেয়েও প্রার্থীরা ঘুরবেন, আর এজেন্ট ভয় পেলে দুটো থাপ্পর দিন, কড়া বার্তা মমতার

মার খেয়েও প্রার্থীরা ঘুরবেন, আর এজেন্ট ভয় পেলে দুটো থাপ্পর দিন, কড়া বার্তা মমতার

কোচবিহার: তৃতীয় দফা ভোটের উষ্ণতা বাড়িয়ে কোচবিহারে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ সেখানেই সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাড়ালেন আক্রমণের ঝাঁঝ৷ এজেন্ট নিয়েও দিলেন কড়া বার্তা৷  প্রার্থীদের চাঙ্গা করতে দিলেন দাওয়াই৷ 

আরও পড়ুন- রাজ্যপাল হতে পারেন শিশির অধিকারী! পরিকল্পনা চলছে কেন্দ্রের অন্দরে

এদিন মমতা বলেন, আমি আপনাদের পাহারাদার৷ আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি৷ ভাঙ্গি তবু মচকাই না৷ দিল্লি থেকে এক লক্ষ লোক নিয়ে এসে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে৷ বাইরে থেকে গুণ্ডা আনা হয়েছে৷ কেন জানেন? মমতাকে হারাতে হবে৷ তবে সে গুড়ে বালি৷ আগে দিল্লি সামলান, পরে দেখবেন বাংলা৷ তৃণমূল নেত্রী আরও বলেন, কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বারণ করলে এফআইআর করবেন৷ প্রার্থীর গায়ে হাত দিলে সঙ্গে সঙ্গে এফআইআর করবেন৷ মার খাওয়া অবস্থায় প্রার্থী এলাকায় ঘুরবেন৷ মুখ্য নির্বাচনী এজেন্টও ঘুরবেন৷ আর এমন কাউকে এজেন্ট করবেন না যে দুর্বল৷ এজেন্ট হব বলে  ভোটের সময় বিজেপি মারছে বলে পালিয়ে আসছে, তাঁকে আগে ধরে দুটো থাপ্পর মারতে হয়৷ তাঁরাই সবচেয়ে বড় শত্রু৷  তার থেকে বঙ্গ জননীর মেয়েদের এজেন্ট করবেন৷ কন্যাশ্রীর মেয়েদের এজেন্ট করবেন৷ মাদ্রাসার ছেলে মেয়েদের এজেন্ট করুন৷ যাঁদের ১৮ হয়ে গিয়েছে৷ ওঁরা অনেক বেশি শক্তি দিয়ে লড়াই করবে৷ এমন এজেন্ট নেবেন না যাঁরা টাকা নিয়ে ভয় পেয়ে পালায়৷ যে ভয় না পেয়ে বাঘের মতো রুখে দাঁড়াবে তাঁকে আমি পুরষ্কৃত করব৷ 

আরও পড়ুন- ন্যূনতম ২০০ আসন চাই! শাসন করলে পাল্টা শাসনের হুঁশিয়ারি মমতার

তাঁর কথায়, অসম থেকে গুণ্ডা আনা হচ্ছে৷ তাই নাকা চেকিং বাড়ানো হোক৷ অসমের বর্ডার সিল করে দিক কমিশন৷ ভুটান শান্তিপ্রিয় জায়গা হলেও বর্ডার সিল করে দিতে হবে৷ কোচবিহারের পাশে বাংলাদেশেরও কিছু অংশ রয়েছে সেই জায়গা গুলোও সিল করতে হবে৷ যাতে বাইরে থেকে এসে কেউ গুন্ডামি করতে না পারে৷ আর সিআরপিএফ গন্ডোগোল করলে আপনারা সব ঘেরাও করে রাখেন৷ একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন৷ ভোট নষ্ট করবে না৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 14 =