ন্যূনতম ২০০ আসন চাই! শাসন করলে পাল্টা শাসনের হুঁশিয়ারি মমতার

ন্যূনতম ২০০ আসন চাই! শাসন করলে পাল্টা শাসনের হুঁশিয়ারি মমতার

 

কোচবিহার: গতকাল রাজ্যে ছিল তৃতীয় দফার নির্বাচন। গতকালই কোচবিহারে এসে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ সেখানেই জনসভা করে বিজেপি সরকারকে পাল্টা শাসনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি ফের একবার রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন, ২০০ আসন না হলে সরকার গঠন করা যাবে না। তাই ন্যূনতম ২০০ আসন দিতেই হবে তৃণমূল কংগ্রেসকে।

এদিন মমতা বলেন, নন্দীগ্রামে ভোট হয়ে গেছে এবং তিনি সেখানে জিতছেন। কিন্তু তিনি একা জিতলেই সরকার গঠন হবে না। ২৯৪ আসনে কমপক্ষে ২০০ আসন পেতে হবে তৃণমূল কংগ্রেসকে, তা না হলে সরকার গঠন করা যাবে না। এই প্রেক্ষিতেই সকলকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টি শিবিরকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তাঁকে শাসন করলে তিনি পাল্টা শাসন করবেন। তবে বন্দুক দিয়ে মানুষ খুন করবেন না বা বোমা মারবেন না। কারণ মানুষের একটা ভোট বন্দুক এবং বোমা থেকে অনেক বেশি দামী বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এদিন ফের কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে তিনি ভোট লুটের অভিযোগ করেছেন। মমতা বলেন, মহিলারা যাতে ভোট দিতে না পারেন সেজন্য কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে হুমকি দিচ্ছে, বলছে ভোট দিতে যেতে হবে না। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মারধর করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই বিষয় নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। 

আরও পড়ুন- মহিলা ভোটারকে বুথে যেতে বাধা, হুমকি, কিন্তু কেন? নেপথ্য কাহিনী কী?

এছাড়া বিজেপি সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন নারায়নী ব্যাটেলিয়ান করে দেবেন, কিন্তু আজ পর্যন্ত হয়নি। এদিকে রাজবংশীদের ধোঁকা দিয়েছে বিজেপি বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংযোজন, নারায়নী ব্যাটেলিয়ান তিনি করে দিয়েছেন কোচবিহারে এবং বাংলাদেশের সঙ্গে কথা বলে ছিট মহল করে দিয়েছেন। অন্যদিকে, পদাতিক থেকে শুরু করে উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং শতাব্দী থেকে শুরু করে কামাখ্যা এক্সপ্রেস সবই তিনি করে দিয়েছেন বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *