মহিলা ভোটারকে বুথে যেতে বাধা, হুমকি, কিন্তু কেন? নেপথ্য কাহিনী কী?

মহিলা ভোটারকে বুথে যেতে বাধা, হুমকি, কিন্তু কেন? নেপথ্য কাহিনী কী?

বিষ্ণুপুর: বিষ্ণুপুরে মহিলা ভোটারকে বুথে যেতে বাধা, ধাক্কাধাক্কি৷ সঙ্গে চলছে হুমকি৷ পাল্টা রুখে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন মহিলাও৷ তৃতীয় দফার ভোটে সংবাদ শিরোনামে উঠে আসে এই খবর৷ ভিডিয়ো ছড়িয়ে পড়ে চারিদিকে৷ রিপোর্ট তলব করে কমিশন৷ ঠিক কী হয়েছিল গতকাল?  

আরও পড়ুন-  জানেন কি ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে আসা মনোজ কত কোটির মালিক?

ভিডিয়োতে ওই মহিলাকে বলতে শোনা যায়, আমার অ্যাসবেস্টসগুলো ভাঙলি কেন বল? ওই ব্যক্তি বলেন, কে ভেঙেছে? জবাবে মহিলা বলেন, তোদের পার্টিরাই তো ভেঙেছে৷ শুরু হয় দু’জনের তর্কাতর্কি৷ দেওয়া হয় হুমকি৷ ই মহিলা বলেন, কী করবি? জবাবে ওই ব্যক্তি বলেন, কী করব বুঝতে পারবি ক্ষণ৷ এই ভাইরাল ভিডিয়ো সামনে আসতেই ঝড় ওছে তৃতীয় দফায়৷ 

দক্ষিণ ২৪ পরগণায় বিষ্ণপুরের ১২৩ নম্বর বুথ এলাকায় ঘটনাটি ঘটে৷ যেখানে দেখা যায় মহিলা ভোটারকে বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে৷ রীতিমতো ধাক্কা দিয়ে তাঁকে পিছনে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ তাঁকে ভোট না দেওয়ার জন্য শাঁসানো হচ্ছে৷ ওই মহিলা বলেন, ভোটটা দেব না কেন? এটা তোর অন্যায় কাজ৷ ওই ব্যক্তি তাঁকে বলেন, আমি বলছি তুই যাচ্ছিস যা৷ যাচ্ছিস ভালো জিনিস নয় কিন্তু৷ এরপরে সামলাতে পারবি তো৷ ওই মহিলাও রুখে দাঁড়িয়ে বলেন, হ্যাঁ সামলাবো যা৷ কী করবি আমার? ওই ব্যক্তি তখন বলেন, কী করব না করব বুঝবি৷ 

আরও পড়ুন- মোদীর সভায় ১০৭ বছরের বৃদ্ধা, বললেন, ‘ছেলের কাছে এসেছি’!

ওই মহিলার দাবি তাঁরা আগে সিপিএম করতেন৷ এখন বিজেপি সমর্থক৷ তিনি বলেন, গত ১০ বছরে তৃণমূলের অত্যাচারে ভোট দিতে পারিনি৷ সব সময়েই হুমকি দিত৷ বাড়িতে এসে বলে যেত ভোট দিতে যাবে না৷ তাও গতকাল সকালে দুই মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মীর হাতে চরম হেনস্থার মুখে পড়তে হয় তাঁকে৷ সেই ছবি ভিডিয়ো করেন তাঁর বড় মেয়ে৷ তাই মেয়েকে নিয়েও আতঙ্কে রয়েছেন মা৷ তবে এই ঘটনা সামনে আসার পরেই অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন৷ হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয় অভিযুক্ত তৃণমূল কর্মীকে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 19 =