পকেটে হাত, ব্যাগে উঁকি দিয়ে তল্লাশি, পরীক্ষার আগেই কড়া ‘পরীক্ষা’ দিতে হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

পকেটে হাত, ব্যাগে উঁকি দিয়ে তল্লাশি, পরীক্ষার আগেই কড়া ‘পরীক্ষা’ দিতে হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

324234aa9633f19591b6a5c5b2943ad5

 কলকাতা: আজ থেকে রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০ টা থেকে রাজ্যের ২৩৪৯টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা গ্রহণ। মাধ্যমিকের মতো এবার কড়া নজরদারি উচ্চমাধ্যমিকেও৷ 

আরও পড়ুন- প্রশ্নপত্র ফাঁস আটকাতে পদক্ষেপ, উচ্চ মাধ্যমিকে কয়েকটি নয়া নিয়ম

২০২৩-এ ৮ লক্ষ ৫২ হাজার পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা৷ নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার্থীরা৷ তবে পরীক্ষা শুরুর আগে কড়া পরীক্ষার মুখোমুখি হতে হল পরীক্ষার্থীদের। পেরতে হল নিরাপত্তার মানদণ্ড। প্রমাণ দিতে হল, পরীক্ষার হলে কোনও রকম অসদুপায় তাঁরা অবলম্বন করবে না৷ নিরাপত্তার কড়াকড়ি এতটাই ছিল যে, মঙ্গলবার উচ্চ মাধ্যমিক দিতে আসে পড়ুয়াদের পকেটে হাত ঢুকিয়ে তল্লাশি নিল পুলিশ। ছাত্রীদেরও ব্যাগ পরীক্ষা করেন মহিলা পুলিশ। কোনও ভাবে মোবাইল ফোন নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে ঢুকছেন কি না, তা নিশ্চিত হতেই এই তল্লাশি। প্রশ্নফাঁস বা পরীক্ষার অন্যান্য ঝুঁকি এড়াতে এবার যে কড়া নজরদারি চালানো হবে, সে বিষয়ে আগেই করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর চার দিন আগে বিশেষ সাংবাদিক বৈঠক করেন উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য৷ ওই বৈঠকে তিনি জানিয়েছিলেন, মোবাইল ফোনের অপব্যবহার রুখতে এ বারে আরও কড়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গোটা রাজ্যে প্রায় ২০৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়।  প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র আছে কি না তা পরীক্ষা করা হবে। পুলিশ পরীক্ষার্থীদের ব্যাগে তল্লাশি চালাবে। অতি স্পর্শকাতর কেন্দ্রগুলিতে মোবাইলের উপস্থিতি টের পেতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা আরএফডি ব্যবহারের কথাও বলেছিলেন সংসদের সভাপতি।