কলকাতা: রাজ্যে বেলাগাম করোনা। ভোট আবহে আরও তীব্র হয়ে উঠছে পরিস্থিতি৷ একদিনে রাজ্যে সংক্রমিত ৮ হাজার ৪২৬ জন৷ এই অবস্থায় রাস্তায় যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷ এমনই ছবি দেখা গেল শ্যাম বাজারে৷ অন্যদিকে গতকালই সাগর দত্ত মেডিক্যাল হাসপাতালে ৫০০ বেডের কোভিড হাসপাতাল করা হয়েছে৷ আজ ফিভার ক্লিনিকের সামনে দেখা গেল লম্বা লাইন৷
আরও পড়ুন- উত্তপ্ত পাহাড়, বিমল গুরুং-বিনয় তামাং গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র
আজ সকাল থেকেই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শুরু হয় পুলিশি তৎপরতা৷ ভয়াবহ সংক্রমণের মধ্যেও এখনও সচেতন নন বহু মানুষ৷ তাই যাঁরাই মাস্ক না পরে বাইরে বেরচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে পুলিশ৷ আজ সকালে মাস্ক না পরায় পাঁচজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলেন পুলিশ অফিসাররা৷ মাস্ক না পরে কলকাতা শহরে ঘুরলে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ রাস্তায় উপস্থিত রয়েছেন অফিসাররা৷ এখানে মাইকিং করা হচ্ছে৷ মাস্ক ছাড়া কাউকে দেখলেই তাঁকে গ্রেফতার করা হচ্ছে৷ মাইকিং করে বলা হচ্ছে, ‘‘পথ চলতি সকল মানুষের কাছে অনুরোধ, মাস্ক ছাড়া বাইরে বেরবেন না৷ মাস্ক ছাড়া বাইরে বেরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ কারও কাছে মাস্ক না থাকলে কলকাতা পুলিশের লাল গাড়ির কাছে এগিয়ে আসুন, এখান থেকে মাস্ক সরবরাহ করা হবে৷’’ তবে ইতিমধ্য পাঁচজনকে গ্রেফতার করেছে শ্যামপুকুর থানার পুলিশ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁদের খানায় নিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়৷ শ্যামবাজার ছাড়াও আরও বেশ কিছু জায়গায় চলছে ‘মাস্ক’ তল্লাশি অভিযান৷
আরও পড়ুন- ‘বড় জমায়েত করবে না দলের তারকা’, সিদ্ধান্ত নিলেন অধীর
অন্যদিকে সাগর দত্ত হাসপাতালের ফিভার ক্লিনিকের সামনে লম্বা লাইন৷ বহু মানুষ কোভিড টেস্ট করাতে এসেছেন৷ এই হাসপাতালে যে সকল রোগীরা ভর্তি ছিলেন তাঁদের ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে৷ অনেক রোগীকে আবার অন্যত্র রেফার করা হচ্ছে৷ আবার শ্বাসকষ্ট নিয়ে বহু রোগী এখানে ভর্তি হতে আসছেন৷