ঐশীর উপর হামলার ছক, খুনের ষড়যন্ত্র! বিজেপি’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বামেদের

ঐশীর উপর হামলার ছক, খুনের ষড়যন্ত্র! বিজেপি’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বামেদের

আসানসোল:  বাংলায় গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে বারবার আক্রান্ত হতে হয়েছে প্রার্থীদের৷ চতুর্থ দফার ভোটে বাংলা দেখেছে রক্তের হোলিখেলা৷ এবার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে হামলার ছক! খুনের চেষ্টা! বিজেপি’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল বামেরা৷

আরও পড়ুন- সভায় যাচ্ছেন, বাজারে ঘুরছেন! নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল রাহুলের, অভিযোগ তৃণমূলের

এবার আসানসোলে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষ৷ মঙ্গলবার রাতে তাঁর সভাতে আচমকা ঢুকে পড়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন৷ সেখানে ঢুকেই তাঁরা ‘জয় শ্রীরাম’ স্লেগান তোলে৷ বামেদের অভিযোগ, তাঁদের প্রার্থীর উপর হামলার ছক করছিল  বিজেপি’র এই কর্মীরা৷ তাঁকে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছিল৷ এই ঘটনায় অভিযুক্ত এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ 

গতকাল রাতে ঠিক কি ঘটেছিল?  জানা গিয়েছে,  এদিন জামুরিয়ার নিউ সাতগ্রাম এলাকায় নির্বাচনী সভা ছিল বাম প্রার্থী ঐশী ঘোষের। নির্বাচনী প্রচারের মাঝেই ঐশীর সভায় ঢুকে পড়ে প্রায় ১২ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতী৷ সভাস্থলে ঢুকে গন্ডোগোল শুরু করে তারা। বারবার জয় শ্রীরাম স্লোগান তোলে৷ তাদের হাতে ছিল বিজেপি’র ঝান্ডা৷ অভিযোগ, ঐশীর নাম নিয়েও স্লোগান দিতে থাকে বিজেপি আশ্রীত এই দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়৷ পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বামেরাও৷ এর পরেই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা৷ সিপিআইএম প্রার্থী তো বটেই, বিজেপি’র বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন দলের বাকি নেতারাও৷  

আরও পড়ুন- নিজের কেন্দ্রে ভোট শেষ হতেই পার্থকে ফের তলব ইডির

বাম নেতাদের বিস্ফোরক অভিযোগ,  ঐশীকে প্রাণে মারার উদ্দেশ্য নিয়েই তাঁর সভায় এসেছিল ওই দুষ্কৃতীরা৷ এই ঘটনার পর ঐশীর নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। তাঁদের আরও অভিযোগ, ঘটনাস্থলে নির্বাচন কমিশন ও পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও তারা ঠুঁঠো জগন্নাথ হয়েই দাঁড়িয়েছিল৷ 

অন্যদিকে, দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকাল থেকে জামুড়িয়া থানা ঘেরাও করা হয়। বিজেপি প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে চলে এই অভিযান৷ তাঁর পাল্টা দাবি,  মিথ্যা অভিযোগে তাদের দলের কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =