কলকাতা: আইকোর চিটফান্ড মামলায় নির্বাচনের আগেই রাজ্যের বিদায়ী শিক্ষা মন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেই সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি। তবে এবার নিজের কেন্দ্রে ভোট মিটতে পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল তারা। একইসঙ্গে ডেকে পাঠানো হয়েছে কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে।
গত ৭ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু ১০ এপ্রিল বেহালা পশ্চিম কেন্দ্রে নির্বাচন হওয়ায় তিনি তখন হাজিরা দিতে পারেননি কারণ তিনি প্রচারে ব্যস্ত ছিলেন। তবে এবার তাঁর কেন্দ্রে ভোট মিটতে ফের একবার ওই একই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে ইডি। সূত্রের খবর, আইকোরের অনুষ্ঠানে দেখা গিয়েছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবং তাদের অভিযোগ সংস্থার এজেন্টের বৈঠকে উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেখানে বিনিয়োগ করার জন্য প্রভাবিত করতেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও সম্পূর্ণ বিষয়ে পার্থের অভিমত, তিনি অন্যায় কিছু করেননি। একইসঙ্গে এই একই মামলায় নাম উঠে আসে কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের। এবারের তদন্তকারী অফিসারদের তলবে সাড়া দিয়ে কি বক্তব্য বলেন রাজ্যের বিদায়ী শিক্ষামন্ত্রী, তাই দেখার।
আরও পড়ুন- ভোটারদের প্রভাবিত করছে বাহিনী? কড়া পদক্ষেপ কমিশনের
বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হওয়ার অনেক আগে থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা অনেক বেশি বেড়ে গিয়েছিল। গরু এবং কয়লা পাচারের তদন্ত থেকে শুরু করে রোজভ্যালি এবং সারদা মামলায় তৎপরতা দেখিয়েছে সিবিআই এবং ইডি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। যা নিয়ে হৈ চৈ পড়ে যায় গোটা রাজ্যে। এবার খোদ পার্থ চট্টোপাধ্যায়কে তলব করার বিষয়ে আরো উত্তেজনা বাড়ছে বঙ্গে।