পার্শ্ব শিক্ষকদের প্রাথমিকের শিক্ষক হিসাবে নিয়োগ নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

পার্শ্ব শিক্ষকদের প্রাথমিকের শিক্ষক হিসাবে নিয়োগ নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

high-court-ssc-case-hearing-commission-faces-question

 কলকাতা: পার্শ্ব শিক্ষকদের প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগ নয়৷ মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় অন্তর্বর্তিকালীন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আপাতত সাধারণ ভাবেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে বলে উল্লেখ করেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷ 

আরও পড়ুন- মোট ৭ দফা দাবি, শহরে কর্মসূচির ডাক দিল গৃহ সহায়িকা ইউনিয়ন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিত উল্লেখ ককা হয়, বর্তমানে প্রাথমিক স্কুলে যাঁরা অস্থায়ী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন, তাঁদের মধ্যে থেকে ১০ শতাংশকে স্থায়ী শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ হবে যোগ্যতার বিচারে৷ এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিক স্কুলে কর্মরত বেশ কয়েক জন অস্থায়ী শিক্ষক। তাঁদের দাবি,  প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাঁদেরও সুযোগ দিতে হবে।

প্রসঙ্গত ২০২২ সালের ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে বলেছিলেন, ‘‘প্রাথমিক শিক্ষক নিয়োগ আইনে এমন কোনও নির্দেশিকার কথা বলা নেই, যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করা যাবে না।’’ সেই সঙ্গে বিচারপতির নির্দেশ, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদে উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের সুযোগ দিতে হবে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই প্রথমে শীতকালীন অবকাশকালীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ৫০ জন প্রাথমিক অস্থায়ী শিক্ষক। সেই মামলার শুনানি চলাকালীন অবকাশকালীন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ জনায়, পার্শ্ব শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না। আদালতের পূর্ণাঙ্গ রায়ের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্ষদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 8 =