কলকাতা: ন্যূনতম বেতনের দাবি সহ মোট ৭ দফা দাবি নিয়ে বড় কর্মসূচির ডাক দিল পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়ন (CITU)। এই প্রেক্ষিতেই আগামীকাল অর্থাৎ বুধবার দুপুরে শিয়ালদহ থেকে মিছিল করবে তারা। জানা গিয়েছে, বেলা ২.৩০ থেকেই এই মিছিল হবে। রাজ্যের শ্রম মন্ত্রী ও লেবার কমিশনারকে ডেপুটেশন জমা দেবে তারা।
আরও পড়ুন- শেষের পথে শীত? পশ্চিমি ঝঞ্ঝায় দুর্বল উত্তুরে হাওয়া! কেমন কাটবে সংক্রান্ত?
ঠিক কী কী দাবি তোলা হয়েছে? জানান হয়েছে, ৭৫ টাকা ঘন্টা হিসেবে ন্যূনতম বেতন দিতে হবে এছাড়া সপ্তাহে ১ দিন ছুটি। পাশাপাশি ওয়েলফেয়ার বোর্ড গঠন, সচিত্র পরিচয় পত্র এবং সামাজিক সুরক্ষা চালু করতে হবে বলেও দাবি করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭ দফা দাবি পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়নের। উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি মাসে আত্মপ্রকাশ করে সিটু অনুমোদিত এই গৃহ পরিচারক পরিচারিকাদের সংগঠন ‘পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা সংগঠন’। তবে কাজের দিদিদের নিয়ে রাজ্যে প্রথম সংগঠন গড়ে তুলেছিল এসইউসিআই (সি) নেতৃত্ব।