ভোট আবহে উত্তপ্ত মুর্শিদাবাদ, রাতভর বোমাবাজি, জখম মহিলা কংগ্রেস সমর্থক

ভোট আবহে উত্তপ্ত মুর্শিদাবাদ, রাতভর বোমাবাজি, জখম মহিলা কংগ্রেস সমর্থক

মুর্শিদাবাদ: সপ্তম দফা ভোট শুরুর আগেই গতকাল রাত থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ৷ এখানে বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ উঠেছে৷ রানিনগরের পানিপিয়ায় বোমার আঘাতে জখম হন এক মহিলা কংগ্রেস সমর্থক৷ অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷ 

আরও পড়ুন- ফের বিতর্কে কেন্দ্রীয় বাহিনী, ভোটারদের প্রভাবিত করার অভিযোগে উত্তপ্ত সুতি

জানা গিয়েছে, গতকাল রাতে রানিনগরের পানিপিয়াতে রাস্তার ধারে বেশ কিছু মানুষ জমায়েত হয়েছিলেন৷ সেই সময় তাঁদের লক্ষ্য করে বোমাবাজি করা হয়৷ দীর্ঘক্ষণ সেখানে বোমাবাজি চলে৷ সেই বোমার আঘাতেই আরিজন বেওয়া নামে ওই বৃদ্ধ গুরুতর জখম হন৷ তিনি কংগ্রেস সংর্থক বলেই জানা গিয়েছে৷ তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসা হয়৷ পরিবারের সদস্যরা জানান, রাস্তার রধারে মাচায় বসে থাকার সময় তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়৷ তাঁরা সকলেই কংগ্রেস কর্মী৷ তবে শুধু পানিপিয়া নয়, রানিনগররে বেশ কিছু এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে৷    

অন্যদিকে, মালদায় ভোটের আগে চাঁচল বিধানসভা এলাকায় বিজেপি’র সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ দলীয় কাজ সেরে ফেরার পথে রাস্তায় দাঁড় করিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ চাঁচল হাসপাতালে চিকিৎসা তলছে তাঁর৷ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =