সুতি: ভোট সপ্তমীর সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি৷ নির্দল প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগ৷ বন্দুকের বাঁট দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে৷
আরও পড়ুন- রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটে বাধা, নীরব দর্শক পুলিশ-কেন্দ্রীয় বাহিনী
সুতি বিধানসভার নির্দল প্রার্থীর এজেন্ট আজ যখন বুথে ঢুকছিলেন, তখন তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়৷ ওই এজেন্ট জানান, রাস্তা দিয়ে আসার সময়ই তাঁকে মেরে তাঁর কাছ থেকে মোবাইল, কাগজপত্র কেড়ে নেওয়া হয়৷ সেখানে অনেক গুণ্ডা ছিল৷ এই কাজ করেছে তৃণমূল৷ অন্যদিকে, বুথের বাইরে অবৈধ জমায়েত রয়েছে৷ বুথের ২০০ মিটারের মধ্যেই এই জমায়েত রয়েছে৷ কিছুক্ষণ আগেও নির্দল প্রার্থীর কর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা হয়৷ সুতি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকেই এই ধরনের অভিযোগ উঠেছে৷