সোম থেকে বন্ধ ভারত-বাংলাদেশের যাতাযাত, দেশে ফেরায় কড়া বিধি!

সোম থেকে বন্ধ ভারত-বাংলাদেশের যাতাযাত, দেশে ফেরায় কড়া বিধি!

298db1b25990639d1cc74ee18e3a4265

 

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ ভারতের পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার ভারতের সঙ্গে আপাতত যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার৷

করোনা পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের মধ্যে আপাতত যাতায়াত বন্ধ রাখা হচ্ছে৷ আগামী দুই সপ্তাহের জন্য ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত পুরোপুরি বন্ধ থাকছে৷ আগামী ৯ মে পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে বলে জারি হয়েছে নির্দেশিকা৷ আগামিকাল থেকে ৯ মে পর্যন্ত যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ রাখার কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার৷

সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি নাগরিকরা যদি নিজের দেশে ফিরতে চান, তাহলে তাঁকে অবশ্যই করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷ কলকাতার ডেপুটি হাইকমিশন অফিস থেকে নিতে হবে এনওসি৷ তবেই বাংলাদেশে ফেরার ছাড়পত্র মিলবে৷ বিজ্ঞপ্তি জারি করে যোগাযোগের উপর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ প্রশাসন৷ আগামিকাল এই বিধিনিষেধ কার্যকর হবে আগামী নয় মে পর্যন্ত৷

চিকিৎসা, ব্যবসা ছাড়াও বিভিন্ন কারণে বাংলাদেশিরা ভারতে আসেন৷ কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, তারা বাংলাদেশে ফিরতে গেলে সংশ্লিষ্ট ডেপুটি হাইকমিশনের অফিস থেকে এনওসি সংগ্রহণ করতে হবে৷ বাংলাদেশ ফিরতে গেলে ভারত থেকে করোনা রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে৷ তবেই বাংলাদেশে ফেরার ছাড়পত্র মিলবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *