নয়াদিল্লি: অতিমারি পর্ব কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে গোটা পৃথিবী৷ প্রায় উধাও করোনার চোখ রাঙানি৷ নিম্নমুখী সংক্রমণের গ্রাফ৷ করোনা নিয়ে বিশ্ববাসী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তখন ফের আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ কয়েকটি দেশে ফের করোনার নতুন ঢেউ আছড়ে পড়তে পারে বলেই হু-র অশনি সঙ্কেত। বছর শেষের আগে এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন হু’র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।
আরও পড়ুন- মাত্র ৬ সপ্তাহের গদি! পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী
করোনার প্রজাতি ওমিক্রনের উপপ্রজাতি ‘এক্সবিবি’-ই এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে উদ্বেদের কারণ। ওমিক্রনের এই উপপ্রজাতির হানাতেই নতুন করে করোনার ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার এই উপপ্রজাতি কতটা মারাত্মক হবে, সে বিষয়ে এখনও অবশ্য কোনও তথ্য পাওয়া যায়নি বলেই জানিয়েছেন সৌম্যা।
করোনার এই উপপ্রজাতি প্রসঙ্গে সৌম্যা বলেন, ‘‘ওমিক্রনের তিনশোটিরও বেশি উপপ্রজাতি রয়েছে। এর মধ্যে যেটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে, সেটি হল এক্সবিবি। কারণ এটা অ্যান্টিবডির কার্যকারিতাকেও ছাপিয়ে যেতে পারে। এক্সবিবি-র সংক্রমণের জেরে করোনার আরও একটি ঢেউ দেখতে হতে পারে আমাদের।’’
কী ভাবে এই ভাইরাসের মোকাবিলা করা যায়, সেদিকে নজর রাখা হচ্ছে বলেই জানিয়েছেন সৌম্যা। তাঁর কথায়, ‘‘প্রায় প্রতিটি দেশেই করোনা পরীক্ষার হার কমে গিয়েছে। গত কয়েক মাসে নজরদারিও কমেছে। হালকা হয়েছে করোনার নিয়মবিধিও৷ এই অবস্থায় গোটা পরিস্থিতির উপর আমাদের নজর রাখতে হবে।’’ তিনি সতর্ক করে বলেন, ‘‘আমরা জোর দিয়ে বলতে পারি না যে, অতিমারি শেষ হয়ে গিয়েছে। তাই সমস্ত রকম সাবধানতা ও সতর্কতা মেনে চলা উচিত। তবে একটা ভাল বিষয় হল এই যে, আমাদের হাতে টিকা রয়েছে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>