লন্ডন: ২০ হাজারেরও বেশি ভোটে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে মাত্র কয়েক সপ্তাহ আগেই ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন লিজ ট্রাস। কিন্তু প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার ছয় সপ্তাহের মধ্যেই আচমকা ইস্তফা দিয়ে দিলেন তিনি। বিগত কিছু সময় ধরেই তাঁর অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছিল এবং তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল। এমনকি তাঁর দলের অন্দরেই পদত্যাগের দাবি তীব্র হচ্ছিল। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন তিনি পদত্যাগ করেছেন।
আরও পড়ুন- তোমরা সর্বত্র, ভারত যাও! বলেই ঘুসি, টেক্সাসে চরম বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় মহিলারা
গত ৭ জুলাই কনজারভেটিভ দলের নেতা তথা প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসন ইস্তফা দেন। তারপর থেকেই পরের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। পার্টিগেট কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর ইস্তফা ঘোষণার পর ভোট হয় এবং তাতে জিতেই এই পদে আসেন লিজ। ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টির ১ লক্ষ ৬০ হাজার সদস্য ভোট দিয়েছিলেন। লিজ ট্রাস পেয়েছিলেন ৮১ হাজার ৩২৬টি ভোট এবং সুনাক পেয়েছিলেন ৬০ হাজার ৩৯৯টি ভোট। মার্গারেট থ্যাচার এবং টেরেসা মের পর তৃতীয় মহিলা হিসেবে এই পদে আসীন হন তিনি। কিন্তু এখন এই অপ্রত্যাশিত পদক্ষেপ লিজের।
এখন তাহলে একটাই প্রশ্ন। ‘ইনফোসিস’ এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক কি এই পদে আসীন হতে পারবেন? কারণ লিজ ছাড়া তিনিই ছিলেন যাকে মনে করা হয়েছিল যে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। এখন লিজের পদত্যাগ অনেক কৌতূহল বাড়িয়ে দিল। তবে সুনাক আদৌ এবার বাজিমাত করতে পারেন কিনা সেটাই দেখার।