আর বাধ্যতামূলক নয়, মাস্ক মুক্তি ব্রিটেনে! ওমিক্রন কমতেই ঘোষণা প্রধানমন্ত্রীর

আর বাধ্যতামূলক নয়, মাস্ক মুক্তি ব্রিটেনে! ওমিক্রন কমতেই ঘোষণা প্রধানমন্ত্রীর

লন্ডন:  ক্রমেই নিম্নমুখী সংক্রমণের গ্রাফ৷ কমছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷ করোনা স্ফীতির শিখর পেরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার পথে ব্রিটেন৷ আর কটা দিন৷ তার পরেই মুক্তি৷ করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছে ব্রিটেন৷ গত মাসে যে বিধি নিষেধ জারি করা হয়েছিল, আগামী সপ্তাহেই তা বাতিল করা হবে বলে জানানো হয়েছে৷ শুধু তাই নয়, ২৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে সে দেশে আর বাধ্যতামূলক নয় মাস্ক৷ বন্ধ হবে ওয়ার্ক ফ্রম হোমও৷ অফিসে এসেই করতে হবে অফিসের কাজ৷ বুধবার এ কথা ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷

আরও পড়ুন- আমেরিকায় আসছে 5-G, বিপর্যস্ত হতে পারে বিমান পরিষেবা! হুঁশিয়ারি উড়ান সংস্থাগুলির

ব্রিটেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২৬ জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে ‘প্ল্যান বি’ (করোনা ঠেকাতে কঠোর বিধিনিষেধ)-র মেয়াদ৷ দেশে করোনা সংক্রমণ একেবারে নিম্নমুখী৷ এই পরিস্থিতিতে প্ল্যান বি’র মেয়াদ বৃদ্ধির কোনও কারণই নেই৷ আগামী সপ্তাহ থেকেই ‘প্ল্যান এ’ (স্বাভাবিক জীবনযাত্রা)-তে ফিরবে ব্রিটেন৷ এই ঘোষণার সঙ্গে সঙ্গে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না ইংলন্ডে৷ এত দিন বড় কোনও জমায়েতে যাওয়ার জন্য টিকার দুটি সংশাপত্রের প্রয়োজন হত৷ এবার থেকে তারও আর প্রয়োজন হবে না বলে ঘোষণা করা হয়েছে৷ অফিসে গিয়েই কাজ করবেন কর্মীরা৷ ওমিক্রনের দাপট একটু কমতেই সমস্ত বিধিনিষেধ শিথিল করে দিল ব্রিটেন৷ প্রধানমন্ত্রী জানিয়েছে, সামাজির দূরত্বের যন্ত্রণা থেকে এবার মুক্তি পাবে ব্রিটেনবাসী৷ জমায়েত বা বার-রেস্তরাঁ কিংবা নাইট ক্লাবে যেতে হলেও আর কোভিড পাসের প্রয়োজন হবে না৷  

তবে মাস্ক পরা নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের বক্তব্য, বড় কোনও জমায়েত, বদ্ধ জায়গায় বেশিক্ষণ থাকা কিংবা বহু অচেনা মানুষের সংস্পর্শে এলে মাস্ক পরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু করোনার সংক্রমণ এখন অনেকটাই কম৷ তাই এ ব্যাপারে সিদ্ধান্ত ইংরেজদের বিবেচনাবোধের উপরই ছাড়া হচ্ছে৷ মাস্ক পরা নিয়ে  সরকারি কোনও বিধিনিষেধ আর থাকছে না। তবে করোনা রিপোর্ট পজিটিভ হলে বিচ্ছিন্নবাসে থাকতে হবে৷ এই বিষয়ে সরকারি নীতির মেয়াদ থাকবে ২৪ মার্চ পর্যন্ত। 

তবে যে ভাবে দ্রুত পরিস্থিতির উন্নতি  হচ্ছে, তাতে বিচ্ছিন্নবাসের মেয়াদও কমিয়ে আনা হতে পারে। এখন,  করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য মাত্র পাঁচ দিনের বাধ্যতামূলক বিচ্ছিন্নবাসের নিয়ম জারি রয়েছে ইংলন্ডে। তবে পঞ্চম ও ষষ্ঠ দিনে র্যা পিড টেস্টের নেগেটিভ রিপোর্টের প্রয়োজন হয়। আগামী দিনে সেই নিয়মেরও বদল আনা হতে পারে৷ বিধবার সেই ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী জনসন। করোনাকে বিদায় জানিয়ে স্বাভাবিক জীবনে ফেরার তোড়জোড় শুরু হয়েছে ব্রিটেনে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =