অফিসার বদলির খেলা চলছে, সবাই আমাদের লোক! কমিশনকে তোপ মমতার

অফিসার বদলির খেলা চলছে, সবাই আমাদের লোক! কমিশনকে তোপ মমতার

দাঁতন:  মেদিনীপুরের দাঁতন থেকে এবার নির্বাচন কমিশনকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগেও কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন তিনি৷ এদিন ফের কমিশনের বিমাতৃসুলভ আচরণ নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো৷ বিজেপি’র কথাতেই চলছে নির্বাচন কমিশন, কটাক্ষ তাঁর৷ 

আরও পড়ুন-  ডেঙ্গু এবং ম্যালেরিয়ার বন্ধু মমতা! জঙ্গলমহলে কটাক্ষ অমিতের

আজ দাঁতনের সভা থেকে মমতা বলেন, ‘‘ভোটের সময় পুলিশ রাজ্যের অধীনে থাকে না৷ পুলিশ চলে যায় নির্বাচন কমিশনের অধীনে৷ তাহলে কেন্দ্রীয় সরকারের নির্বাচনের সময় পুলিশ কেন আপনাদের অধীনে থাকে না? এমনকী রাজ্যগুলোতেও যখন নির্বাচন হয়, তখন কেন্দ্রীয় সরকারের পুলিশই বা আপনাদের অধীনে থাকে না কেন?’’ তাঁর কথায়, এর থেকেই স্পষ্ট যে নির্বাচন কমিশন বিমাতৃসুলভ মনোভাব দেখাচ্ছে৷ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি অবিচার করা হচ্ছে৷ 

মমতা বলেন, ‘‘নির্বাচন কমিশনের কাছ থেকে এটা আমরা আশা করি না৷ এর জন্য কমিশন আমাকে শোকজ করতে পারে, ১০টি চিঠি দিতে পারে, তাতে আমার কিছু যায় আসে না৷ আমি নির্ভিকভাবে লড়াই করি৷ যেদিন মানুষ আমাকে তিরষ্কার করবে, সেদিন বুঝব ভুল করেছি৷ তার আগে পর্যন্ত সত্য কথা স্পষ্টভাবেই বলব৷’’ 

তৃণমূল নেত্রীর কথায়, বিজেপি’র অঙ্গুলিহেলনেই চলছে কমিশন৷ বিজেপি কি দেয়? প্রশ্ন তোলেন তিনি৷ তাঁ অভিযোগ, বিজেপি যা বলছে তাই করা হচ্ছে৷ আমরা নির্বাচন কমিশনের প্রতিটি নির্দেশ মেনে চলছি৷ কিন্তু কমিশন আমাদের সঙ্গে ঠিক করছে না৷ বিজেপি’র মতো আমরাও রাজনৈতিক দল৷ আপনারা যদি মনে করেন সব কটি রাজনৈতিক দলকে খতম করবেন, তাহলে আপনারা ভুল করছেন৷  

আরও পড়ুন- ‘ঝুলছে তোর ওই উন্নয়ন!’ মমতার বিরুদ্ধে নিশানা অব্যাহত দিলীপের

খোঁচা দিয়ে মমতা আরও বলেন, অফিসার বদল করে কী হবে? অফিসার কি ভোট দেয়? একজন অফিসারকে বদল করে, তাঁকে অসম্মান করে আরেকজনকে সন্মান দিচ্ছেন৷ অফিসারদের মধ্যেও সঙ্ঘবদ্ধতা আছে৷ তাঁরা একে অপরের বন্ধু৷ এদিন তাঁর কথায় উঠে আসে বিবেক সহায়ের নামও৷ তিনি বলেন, যে ভাবে বিবেক সহায়কে সাসপেন্ড করা হয়েছে, সেটা লেখা থাকবে৷ আগামী দিনে সেটা নিয়েও কথা হবে৷ কমিশনের সঙ্গে বসে বিজেপি কী প্ল্যান করছে, সবটাই জানা আছে৷ বিজেপি জানে ম্যাচটায় হেরে গিয়েছে৷ তাই এখন জনগনের খেলা নয়, নির্বাচন কমিশনকে দিয়ে অফিসার বদলির খেলায় নেমেছে৷ তবে যাঁরা এসেছে, তাঁদের নিয়েও আমি খুশি৷ তাঁরাও আমার লোক৷  

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের আরও ৫ কর্তাকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক দু’দিন আগে এই নির্দেশিকা জারি করল কমিশনের সচিবালয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =