বাগমুণ্ডি: জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার বিগত বছরগুলোতে কোনরকম উন্নয়ন করতে পারেনি। কিন্তু বিজেপি সরকার আসলে সেই উন্নয়ন হবে, এদিন জঙ্গলমহল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে সরানোর পক্ষে সাওয়াল তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, বাংলা থেকে ডেঙ্গু এবং ম্যালেরিয়া সেদিন যাবে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, কারণ তিনি এই দুই রোগের বন্ধু! তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা ছাড়াও বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কী কী করবে তাঁর একটা ব্যাখ্যা এদিন ফের দিলেন অমিত শাহ।
এদিন তিনি দাবি করেন, সুন্দরবনের মতো জঙ্গলমহলের নতুন এইমস হাসপাতাল তৈরি হবে। এর পাশাপাশি জঙ্গলমহলের বিকাশের জন্য বোর্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওদিকে কৃষকদের ব্যাংক একাউন্টে একদিনের মধ্যে ১৮,০০০ টাকা ঢুকে যাবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি ১০,০০০ কোটি টাকা খরচ করে বিজেপি বিশুদ্ধ জলের ব্যবস্থা করবে বলেও এদিন জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আরও সংযোজন, এখানে প্রথমে বামপন্থীরা শিল্পোদ্যোগ বন্ধ করেছে৷ তারপর দিদি এসে উদ্যোগপতিদের বিতারিত করেছেন৷ এখানে বড় সিল্ক কোম্পানি বন্ধ করে দিয়েছিল বামেরা৷ আর দিদি অটোমোবাইল কোম্পানিগুলিকে তাড়ানোর কাজ করেছে৷ সিপিএম হোক বা তৃণমূল কংগ্রেস, কেউ বেকারত্ব কমাতে পারবে না৷ ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী ১১৫টি প্রকল্প তৈরি করেছেন৷ আর দিদি ১১৫টি কেলেঙ্কারি নিয়ে এসেছেন৷
আরও পড়ুন- মমতার সম্পত্তি কমেছে গত ৫ বছরে, ৬৮% বেড়েছে শুভেন্দুর! বলছে নির্বাচন কমিশন
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের টাকা মানুষের কাছে পৌঁছতে দেননি দিদি৷ ওঁনার ভয়, মানুষ এই টাকা পেলে মোদীজি জনপ্রিয় হয়ে যাবে৷ ২ মে তৃণমূল সরকারের পতন ঘটলে ৩ মে থেকে স্বাস্থ্যের জন্য বাংলার মানুষকে ৫ লক্ষ টাকা খরচ দেবে বিজেপি সরকার৷ কুরমী ভাষায় দশম শ্রেণি পর্যন্ত পড়ার বন্দ্যোবস্ত করা হবে৷ মডেল স্কুল গড়ে তোলা হবে৷ রেল লাইনের সঙ্গে পুরুলিয়াকে যুক্ত করা হবে৷