কটক: ফের অকালে ঝরল প্রাণ৷ আত্মঘাতী হলেন পশ্চিম ওড়িশার জনপ্রিয় গায়িকা, অভিনেত্রী রুচিস্মিতা গুরুর। বালঙ্গি জেলায় কাকার বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর রহস্যমৃত্যু কারণ প্রাথমিক ভাবে আন্দাজ করা হচ্ছে৷
আরও পড়ুন- অরিজিতের গান বাজল বার্সেলোনার ঘরের মাঠে! নজির বাঙালি গায়কের
জানা গিয়েছে, রুচিস্মিতা সোনপুর জেলার বাসিন্দা। তবে তিনি তাঁর পরিবারের সঙ্গে বালঙ্গির তালপালিতে থাকতেন। অভিনয়ের পাশাপাশি একাধিক মিউজিক আলব্যামে গানও গেয়েছেন তিনি৷ প্রচুর স্টেজ শো-ও করতেন৷ সম্প্রতি কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী৷ সেখান থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ৷ ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে৷
রুচিস্মিতার না জানান, আলু পরোটা বানানো নিয়ে মনোমালিন্য হয়েছিল মা-মেয়ের। ৮টার সময় আলু পরোটা বানানোর কথা ছিল। কিন্তু রুচিস্মিতা জেদ করেন রাত ১০টার সময় খাবার বানাবেন বলে৷ এই নিয়ে মা-মেয়ের কথা কাটাকাটিও হয়। তার পরই চরম পদক্ষেপ করেন তিনি৷ রুচিস্নিতার মা জানান, এর আগেও নাকি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী৷ রুচিস্মিতার মা যাই বলুন না কেন, পুলিশের অনুমান, আত্মহত্যার পিছনে কোনও সম্পর্ক থাকতে পারে৷ সম্ভবত, প্রেমের সম্পর্ক ছিল রুচিস্নিতার৷ যাতে তাঁর পারিবারের সম্মতি ছিল না৷ এবং সেখান থেকেই অশান্তির সূত্রপাত৷ সেই কারণেই এই পদক্ষেপ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>