মা হওয়ার গুঞ্জনের মাঝেই নুসরতের নয়া পোস্ট, স্ত্রীর বিরুদ্ধে মামলা নিখিলের

মা হওয়ার গুঞ্জনের মাঝেই নুসরতের নয়া পোস্ট, স্ত্রীর বিরুদ্ধে মামলা নিখিলের

কলকাতা: নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে উত্তাল টলিপাড়া৷ আগামী সেপ্টেম্বরেই নাকি মা হতে চলেছেন তিনি৷ টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন৷ যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী৷ তবে মা হওয়ার গুঞ্জনের মাঝেই জল্পনা উস্কে একের পর এক পোস্ট করে চলেছেন সাংসদ অভিনেত্রী৷ যা থেকে নজর সরাতে পারছে না নেটিজেনরা৷ 

আরও পড়ুন- প্রেম থেকে লিভ ইন, একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন নুসরত, জানেন তাঁর প্রেমিকের সংখ্যা কত

সম্প্রতি নুসরত একটি পোস্টে লিখেছিলেন, ‘‘তুমি নিজের মতো বেড়ে ওঠো৷’’ সোমবার পুরনো ফটোশ্যুটের একটি ভিডিয়ে পোস্ট করেন তিনি৷ যেখানে স্পষ্ট করেন নিজের মনের অবস্থান৷ ওই ভিডিয়োর ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘‘দৃঢ় হও, নির্ভিক হও, সুন্দর হও (Be strong – Be fearless – Be beautiful)৷’’  অনেকেই বলছেন নুসরত ছয় মাসের অন্তঃসত্ত্বা৷ যদিও এই সন্তানের বাবা যে তাঁর স্বামী নন, তা আগেই জানিয়ে দিয়েছেন নিখিল জৈন৷ ৬ মাস হল আলাদা থাকছেন তাঁরা৷ নিজেদের সোশ্যাল মিডিয়া থেকেও লাভি-ডাবি ফটো মুছে ফেলেছেন দু’জনেই৷ এদিকে জানা গিয়েছে, নুসরতের বিরুদ্ধে মামলা করেছেন নিখিল৷ 

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতে একের পর এক ফোন পান নিখিলও৷ তাতে বেশ বিরক্ত তিনি৷ এই সন্তানের বাবা যে তিনি নন, তাও সটান জানিয়ে দিয়েছেন৷ নিখিল বলেন, ‘‘নুসরতের মা হওয়ার খবর আমি জানি না৷ ওঁর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই৷’’ অন্যদিকে আদালতে নুসরতের সঙ্গে বিচ্ছেদের মামলা করেছেন নিখিল জৈন৷ তিনি জানান, যে দিন জানতে পারি নুসরত অন্য কারও সঙ্গে থাকতে চায়, সেদিনই সিভিল স্যুট ফাইল করেছি৷ জুলাই মাসেই শুনানি৷ হিন্দু ম্যারেজ অ্যাক্টে অনুসারে, নুসরতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে ভবিষ্যতে সম্পর্কে থাকবেন না তিনি৷ অন্যদিকে, এসওএস কলকাতা ছবি থেকেই যশের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা বাড়ে বলেও কানাঘুষো৷ আপাতত লিভ ইন রিলেশনে রয়েছেন তাঁরা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − three =