প্রেম থেকে লিভ ইন, একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন নুসরত, জানেন তাঁর প্রেমিকের সংখ্যা কত

প্রেম থেকে লিভ ইন, একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন নুসরত, জানেন তাঁর প্রেমিকের সংখ্যা কত

কলকাতা: নিজের লাভ লাইফ নিয়ে বরাবারই খুল্লামখুল্লা সাংসদ অভিনেত্রী নুসরত জাহান৷ সম্প্রতি তাঁর মা হওয়ার গুঞ্জনে শোরগোল পড়ছে টলি পাড়ায়৷ তবে তিনি অন্তঃসত্ত্বা নাকি সন্তান দত্তক নিতে চলেছেন, সে সব বিষয়ে একটি বাক্যও খরচ করেননি অভিনেত্রী৷ তার উপর জল্পনা বাড়িয়েছে তাঁর ইনস্টা স্টোরি৷ যেখানে তিনি একটি ফুলের ছবি দিয়ে লিখেছেন, ‘তুমি নিজের মতো বেড়ে ওঠো৷’

আরও পড়ুন- প্রেমিকাকে নিয়ে এ কী বললেন অঙ্কুশ? শোরগোল নেটপাড়ায়

স্বামী নিখিলের সঙ্গে দূরত্ব অনেক দিনই বেড়েছে৷ আপাতত যশের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন নুসরত৷ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে উৎসাহের যেন খামতি নেই নেটিজেনদের মধ্যেও৷ প্রেম থেকে বিয়ে আর লিভ ইন, সব মিলিয়ে লাইমলাইটেই থাকেন অভিনেত্রী৷ কিন্তু জানেন কি নুসরতের জীবনে কতজন পুরুষ এসেছে? নিখিল জৈনের সঙ্গে রাজকীয় ভাবে সাত পাকে বাঁধা পড়ার আগে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কাদের খানের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি৷ কিন্তু বিতর্কে জড়ানোর পরেই সেই সম্পর্ক থেকে সরে আসেন৷ অতীতে নাকি আরও সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী৷ এমনকী এমনও শোনা যায় বিয়ে না করলেও বিচ্ছেদের জন্য মোটা টাকা আদানপ্রদান করেছিলেন তিনি৷ তবে কি মোটা টাকার লোভেই বারবার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নুসরত? 

এর পর নিখিল জৈনকে বিয়ে করেন অভিনেত্রী৷ কিন্তু দেড় বছরের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে৷ আপাতত যশের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন৷ তাঁদের প্রেম কাহিনী সোশ্যাল মিডিয়ায় হট কেক৷ তবে কি পরকীয়া জড়িয়েই বিবাহিত জীবনে ইতি টানলেন নুসরত? এমনটা অনেকেরই প্রশ্ন৷ যশরত জুটির এই প্রেমের গুঞ্জনের মাঝেই মাথাচাড়া দিয়েছে তাঁর মা হওয়ার গুঞ্জন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + four =