প্রেমিকাকে নিয়ে এ কী বললেন অঙ্কুশ? শোরগোল নেটপাড়ায়

প্রেমিকাকে নিয়ে এ কী বললেন অঙ্কুশ? শোরগোল নেটপাড়ায়

কলকাতা: অঙ্কুশ আর ঐন্দ্রিলার সম্পর্ক টলিউডে ওপেন সিক্রেট৷ তাঁদের খুনসুটি বেশ উপভোগ করেন গুণগ্রাহীরা৷ এই রোম্যান্টিক জুটি প্রেম করেন খুল্লামখুল্লা৷ তবে আপাতত লকডাউনে তারকারা সকলেই ঘর বন্দি৷ তাই বিনোদনের রসদ বিলোচ্ছেন ইনস্টাগ্রামে৷ সোশ্যাল মিডিয়াতেই চলছে আড্ডা৷ আর সেখানেই প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে বেঁফাস মন্তব্য করে বসলেন অঙ্কুশ৷ যা নিয়ে তোলপাড়া নেটপাড়া৷ 

আরও পড়ুন- কোনও কিছু লুকোলেই হাতেনাতে ধরে ফেলেন মালাইকা, কী ভাবে? ফাঁস করলেন অর্জুন

ইনস্টায় একটি প্রশ্নোত্তর পর্ব চলছিল৷ সেখানে ভক্তদের আবদার হাসিমুখেই মেটাচ্ছিলেন অঙ্কুশ৷ এই ইনস্টা স্টোরি ঐন্দ্রিলাকে ট্যাগও করেন তিনি৷ সেখানে খোলাখুলি ঐন্দ্রিলাকে নিয়ে চলছিল তাঁর খুনসুটি৷ এক ভক্ত বলেন, তুমি বল, তুমি নাকি ঐন্দ্রিলা ছাড়া কিছুই নও৷ এর জবাবে স্বভাবসিদ্ধ ভঙ্গীতে অঙ্কুশ বলেন, ‘‘হ্যাঁ, তোমার পাশে যতক্ষণ না খারাপ কেউ  থাকবে, ততক্ষণ বুঝতে পারবে না তুমি কতটা ভালো৷’’

অপর এক ভক্ত জানতে চান, কবে একসঙ্গে ছবি করবেন তাঁরা? এর জবাবে অঙ্কুশের বেফাঁস মন্তব্য, ‘‘ওঁর অনেক ঘ্যাম৷ মাটিতে যেন পা পড়ে না৷ কবে ছবি করার জন্য রাজি হবে জানি না৷’’ হোক না মজা৷ অঙ্কুশের এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেট পাড়ায়৷ রীতিমতো তা ভাইরাল হয়ে যায়৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =