বর্ধমান: প্রসব যন্ত্রণায় তখন কাতরাচ্ছেন হবু মা৷ কিন্তু নার্সের কোনও হেলদোল নেই৷ তাঁরা তখন মত্ত মোবাইলে৷ নার্সকে ডেকেও কোনও সাড়া পাওয়া যায়নি৷ ফলে নার্স ছাড়াই প্রসব করেন ওই মহিলা৷ কিন্তু মর্মান্তিক ভাবে জন্মের পরেই হাসপাতালের বেড থেকে সোজা মেঝেতে পড়ে যায় সদ্যোজাতটি৷ যা চিকিৎসক ও নার্সদের চূড়ান্ত গাফিলতির ফল৷
আরও পড়ুন- মমতার মন্ত্রিসভার রদবদল, কার হাতে গেল সুব্রতর পঞ্চায়েত দফতর?
এদিকে মেঝেতে পড়ে যাওয়ায় গুরুতর আহত হয়েছে সদ্যোজাত শিশুটি। তাকে বর্ধমান মেডিক্যাল কলেজের আইসিইউ-তেই ভর্তি রাখা হয়েছে৷ এই ঘটনায় নার্সের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা৷ অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ওই নার্সের বিরুদ্ধে৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তবে হাসপাতালে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি বলেই জানানো হয়েছে৷
৬ নভেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই মহিলা৷ তাঁর বাড়ির লোকের অভিযোগ, ওই মহিলার প্রসব বেদনা উঠে গিয়েছিল৷ কিন্তু সেই সময় কোনও চিকিৎসক বা নার্স সেখানে ছিলেন না। এমনকী বারবার ডাকাডাকি করেও কারও সাড়া পাওয়া যায়নি৷ সেই সময় নার্সরা নাকি মোবাইল নিয়েই ব্যস্ত ছিলেন। প্রসূতির বলেন, তাঁর সন্তান জন্মের সময় তাঁর সামনে কেউ ছিলেন না৷ ফলে শিশুটি জন্মের পর আচমকাই বেড থেকে একেবারে মাটিতে পড়ে যায়। এই ঘটনায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷