মমতার মন্ত্রিসভার রদবদল, কার হাতে গেল সুব্রতর পঞ্চায়েত দফতর?

মমতার মন্ত্রিসভার রদবদল, কার হাতে গেল সুব্রতর পঞ্চায়েত দফতর?

346ce60df6ca4aaa72d1e8d1364beb96

কলকাতা:  মমতার মন্ত্রিসভায় রদবদল৷ নতুন মন্ত্রিসভায় কাকে পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল৷ সেই জল্পনার অবসান৷ রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়৷ জনস্বার্থ কারিগরি দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে৷

আরও পড়ুন-মেট্রো ডেয়ারির শেয়ার ‘সস্তায়’ বিক্রির অভিযোগ! তদন্তে প্রস্তুত CBI

এদিক, ক্রেতা সুরক্ষা মন্ত্রী হচ্ছেন মানস ভুঁইয়া৷ জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরের বাড়তি দায়িত্ব পাচ্ছেন তিনি৷ প্রসঙ্গত,অসুস্থ সাধন পাণ্ডের হাত থেকে ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাতে৷ কিন্তু তাঁর মৃত্যুর পর এই দফতরটি ফাঁকা হয়ে যায়৷ ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হল মানস ভুঁইয়াকে৷  শিল্প বাণিজ্যের সঙ্গে শিল্প পুর্গঠন দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ 

অন্যদিকে, আজই অর্থ দফতরের মেয়াদ ফুরচ্ছে অমিত মিত্রের৷ তাঁকে অর্থ দফতরের উপদেষ্টা করা হয়েছে৷ আর অর্থ দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের পাশাপাশি অর্থ দফতর সামলাবেন তিনি৷ অর্থ দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখবেন বলেই সূত্রের খবর৷ চন্দ্রিমাকে নিজের ডেপুটি হিসাবে রাখতে চলেছেন মমতা। তবে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি৷ 

বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃতীয়বারে তাঁর মন্ত্রিসভাতেও ছিল বড় চমক৷ প্রবীণ তো বটেই, তিনি ভরসা দেখিয়েছিলেন তরুণদের উপরেও৷ মন্ত্রিসভার রদবদলে অর্থ মন্ত্রক নিজের হাতে রেখে চমক দিতে চলেছেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *