বিক্ষোভের মাঝেই প্রাথমিকে শূন্যপদ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ

বিক্ষোভের মাঝেই প্রাথমিকে শূন্যপদ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ

কলকাতা: ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি৷ এবার শূন্যপদ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ ২০১৪ টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড প্রার্থীদের আন্দোলনে যখন উত্তাল করুণাময়ী, রাজনীর ছোঁয়ায় উত্তপ্ত গোটা রাজ্য, তখন প্রকাশ করা হল শূন্যপদের বিজ্ঞপ্তি। যাঁরা টেট পাশ করেছেন ও প্রশিক্ষিত, তাঁরা প্রত্যেকেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আন্দোলনকারীদের দাবি যে কোনওভাবেই মানা হবে না, তা এই বিজ্ঞপ্তিতেই স্পষ্ট।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের নির্দেশের পর কোন পথে চাকরিপ্রার্থীদের আন্দোলন? নজরে পরবর্তী রায়!

২৯ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়ছিল, শূন্যপদের সংখ্যা ১১ হাজার ৭৬৫। ২০১৪ এবং ২০১৭ সালে  টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিতরা সকলেই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। ২০১৬-র প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত আইন মেনেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদনের জন্য জেনারেল বিভাগের প্রার্থীদের ১৫০ টাকা ফি দিতে হবে, ওবিসি প্রার্থীদের জন্য বরাদ্দ ১০০ টাকা ও তফশিলি জাতি বা উপজাতিভুক্ত প্রার্থীদের জিতে হবে ৫০ টাকা৷ আজ অর্থাৎ ২১ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে অনলাইনে আবেদনের প্রক্রিয়া৷ বিকেল ৪ টে থেকে অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ যে সব ওয়েবসাইটে আবেদন করা যাবে, সেগুলি হল, www.wbbpe.org ও wbbprimaryeducation.org.

২০১৪ সালে টেট উত্তীর্ণদের দাবি, তাঁরা টেট পাশ করার পর দু’বার ইন্টারভিউ দিয়েছেন৷ তাঁরা তাতে পাশ করেছেন৷ ফলে আর পরীক্ষায় বসবেন না৷ অন্যদিকে, ২০১৭ সালের টেট উত্তীর্ণদেক বক্তব্য,  তাঁরা যেহেতু টেট পরীক্ষার আগেই প্রশিক্ষণ নিয়েছেন, তাই তাঁদের আগে নিয়োগ করা উচিত৷ ২০১৪-র প্রার্থীদের সুযোগ দেওয়া নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন তাঁরা৷