ভ্যাটিকান সিটি: নোবেল শান্তি পুরস্কার জয়ী বিশপের বিরুদ্ধেই উঠল শিশু নির্যাতনের অভিযোগ৷ বিশপ কার্লোস বেলোর বিরুদ্ধে কিশোরদের যৌন হেনস্থা করার অভিযোগ উঠতেই ভ্যাটিকান সিটির তরফে জারি করা হল শাস্তিমূলক নিষেধাজ্ঞা। কেড়ে নেওয়া হয়েছে তাঁর অধিকাংশ ক্ষমতাই।
আরও পড়ুন- পরীক্ষা চলাকালীন কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৯, আহত ২৭
১৯৯৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন বিশপ কার্লোস বেলো। পূর্ব টিমোর-এর ওই বিশপের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিকৃতকাম৷ তাঁর নোবেল জয়ের কিছু দিন পর থেকেই এই বিষয়টি প্রকাশ্যে আসে৷ বহু কিশোরকে যৌন হেনস্তা করেছেন বিশপ। মুখ বন্ধ রাখার জন্য তাঁদের অর্থের প্রলোভনও দেখিয়েছেন। অথচ দীর্ঘদিন উপনিবেশ হয়ে থাকা দক্ষিণ আফ্রিকার এই ছোট্ট দেশটির সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য তাঁর অবদানের জন্যই নোবেল দেওয়া হয়েছিল কার্লোসকে৷
বুধবার নেদারল্যান্ডসের একটি পত্রিকায় কার্লোসের মুখোশ টেনে ছিঁড়ে দেয়৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের কথা ফাঁস করে দেয় নিজেদের কলামে৷ কার্লোসের বিকৃত মানসিকতার শিকার দুই কিশোরের বক্তব্যও তুলে ধরে তারা৷ ওই পত্রিকায় বলা হয়েছে, নির্যাতিত কিশোরের সংখ্যা বেশ দীর্ঘ। এই খবর প্রকাশিত হওয়ার পর দিনই, অর্থাৎ বৃহস্পতিবার ভ্যাটিকানের তরফে জানানো হয়, দু’বছর আগেই অভিযুক্ত বিশপের বিরুদ্ধে তারা পদক্ষেপ করেছে।
২০১৯ সাল থেকেই এই অভিযোগের ভিত্তিতে কার্লোসের বিরুদ্ধে তদন্ত চলানো হচ্ছিল। বৃহস্পতিবার ভ্যাটিকান সিটির তরফে জানানো হয়, ওই বিশপের অধিকাংশ ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভ্যাটিকানের মুখপাত্র ম্যাট্টেও ব্রুনি জানান, ২০১৯ সালে প্রথমবার বিশপ কার্লোসের এই আচরণ সম্পর্কে জানতে পারেন তাঁরা। এর এক বছরের মধ্যেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। কার্লোসের অধিকাংশ ক্ষমতাই কেড়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে পূর্ব টিমোর-এর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। নাবালকদের সঙ্গে যোগাযোগের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>