পরীক্ষা চলাকালীন কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৯, আহত ২৭

পরীক্ষা চলাকালীন কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৯, আহত ২৭

কাবুল: ফিদায়েঁ হামলায় কেঁপে উঠল রাজধানী কাবুল৷ শুক্রবার সকালে কাবুলের পশ্চিম দিকে দস্ত-ই-বারচি এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম হয়েছেন ২৭ জন। নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ 

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে ‘কাজ এডুকেশন সেন্টার’৷ সেই সময় ছাত্ররা পরীক্ষায় বসেছিল৷ বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পরীক্ষায় অংশ নিয়েছিলেন অনেক পড়ুয়াই৷ স্থানীয় সংবাদমাধ্যম এবং সোশ্য়াল মিডিয়ায় বিস্ফোরণ পরবর্তী যে ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন- কমলা হ্যারিসের সফরের আগেই শোরগোল ফেললেন হঠকারী কিম

এখনও পর্যন্ত কোনও সংগঠনের তরফে এদিনের আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের খবর পেয়েই অকুস্থলে পৌঁছেছে তাদের নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে৷ সাম্প্রতিক অতীতে দস্ত-ই-বারচি এলাকায় একাধিক বার হামলা হয়েছে। এই এলাকায় মূলত সংখ্যালঘু হাজারাজের বাস। তাঁদেরকেই বারবার নিশানা করা হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

আমেরিকায় সেনা সরতেই ঘানি সরকারের পতন ঘটে৷ গত বছর অগাস্ট মাসে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালিবান। ক্ষমতায় আসার পরই দুনিয়ার সামনে নিজেদের অন্য রূপে ধরা দেওয়ার চেষ্টা করে তারা৷ জানায়, দেশে শান্তি প্রতিষ্ঠা করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু গত কয়েক মাসে তালিবান-শাসিত আফগানিস্তান থেকে একের পর এক অশান্তির খবর মিলেছে। নাগরিকদের ক্ষমতা খর্ব করার অভিযোগ উঠেছে৷ একাধিক বিস্ফোরণ ঘটেছে৷  শুক্রবার সকালে আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত হল শিক্ষা প্রতিষ্ঠান৷