যন্ত্রণায় চোখে জল নেইমারের, চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিল অধিনায়ক?

যন্ত্রণায় চোখে জল নেইমারের, চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিল অধিনায়ক?

দোহা: না, কোনও অঘটন ঘটেনি৷ প্রত্যাশিত জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল৷ ২-০ গোলে সার্বিয়াকে হারায় হলুদ জার্সিধারীরা৷ কিন্তু জয়ের আনন্দের মাঝেই চিন্তার ভাঁজ ব্রাজিলের কপালে৷ 

আরও পড়ুন- ক্রোয়েশিয়ার ‘সেক্সিয়েস্ট’ ফ্যান! দলের সমর্থনে এই বিশ্বকাপেও নিরাবরণ ইভানা

এদিন ম্যাচের ৮০ মিনিটের মাথায় রিচার্লিসনের বাইসাইকেল গোলে যখন বিভোর ব্রাজিলের সমর্থকরা, তখন মাঠ ছাড়লেন নেইমার৷ চোখে জল৷ ততক্ষণে খুলে ফেলেছেন বুট৷ গোড়ালিতে চোট পান এই ব্রাজিলিয়ান ফুটবলার৷ তাঁকে নিয়ে আশঙ্কার মেঘ সমর্থকদের মনে৷ তবে তিতে আত্মবিশ্বাসী, পরের ম্যাচে খেলতে পারবেন নেইমার৷ 

এদিন বেঞ্চে বসে পায়ে বরফ ঘষতে দেখা যায় ব্রাজিল অধিনায়ককে। সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচ নেইমারকে ট্যাকেল করেন। গোড়ালিতে জোড়ে চোট পান নেইমার। মাঠের মাঝেই পা ধরে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় তাঁকে। পরে বেঞ্চে বসে মুখ ঢেকে কাঁদতেও দেখা যায় নেইমারকে। যদিও কোচ তিতে আত্মবিশ্বাসী৷ তিনি বলেন, “নেইমারের পরের ম্যাচে খেলতে পারবেন বলেই আমরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপে খেলবে ও৷’’ যদিও নেইমার যে চোট পেয়েছেন, প্রথমে সেটা বুঝতেই পারননি তিতে৷ পরে তিনি বলেন, ‘‘আমি বুঝতে পারিনি যে নেইমারের চোট লেগেছে। এই চোট সারিয়ে ফেরার ক্ষমতা আছে ওঁর৷’’

ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানিয়েছেন, ডান গোড়ালিতে চোট রয়েছে নেইমারের। সার্বিয়ার ফুটবলারের হাঁটুতে লেগে চোট পেয়েছে৷ বেঞ্চেই চিকিৎসা হয়েছে৷ ফিজিয়ো দেখছেন৷ এই চোট সারতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে৷ তিনি আরও বলেন, এমআরআই করা হয়নি। আজ আরও এক বার দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই কিছু বলা সম্ভব নয়।”