“আমরা শিয়ালের অনুগামী”, ভোট বাজারে নয়া পোস্টারে ছয়লাপ জলপাইগুড়ি

কোনোরকম রাজনৈতিক দলের ইঙ্গিত ছাড়াই এই অভিনব পোস্টারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

জলপাইগুড়ি: গত বছরের শেষদিকে যখন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছিল পশ্চিমবঙ্গে, তখন উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্ত ছেয়ে গিয়েছিল ‘দাদার’ অনুগামী’ পোস্টারে। তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতার দলত্যাগের জল্পনা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছিল তাঁর সমর্থকদের সংখ্যাও। কিন্তু এবার আর দাদা নয়, একেবারে শিয়াল। হ্যাঁ, জলপাইগুড়িতে এবার দেখা গেল ‘শিয়ালের অনুগামী’দের পোস্টার। 

আরও পড়ুন-  পুজো দিয়ে বেরোলেন সায়নী, গোবরজলে ধোয়া হল মন্দির!

জলপাইগুড়ি শহর জুড়ে জায়গায় জায়গায় ছেয়ে গেছে শিয়ালের ছবি লাগানো পোস্টার, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। কোনোরকম রাজনৈতিক দলের চিহ্ন বা সমর্থন ইঙ্গিত ছাড়াই এই সমস্ত পোস্টার লাগানো হয়েছে। শিয়ালের ছবির নীচে লেখা হয়েছে, “এই চিহ্নে ভোট দিন, সৌজন্যে: আমরা শিয়ালের অনুগামী”। স্থানীয় রাজনীতির ঘটনাপ্রবাহকে ব্যঙ্গ করেই কি এই পোস্টার? নাকি বিশেষ কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ঠুকতে এ বিরোধীদের নয়া উদ্যোগ? চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মূলত জলপাইগুড়ির থানা মোড় সংলগ্ন কংগ্রেসের জেলা কার্যালয়ের আশেপাশেই শিয়ালের অনুগামীদের পোস্টার বেলি দেখা গেছে। জলপাইগুড়িতে এবার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক সুখবিলাস বর্মা। এর আগেও ওই কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে দলের অন্দরেই খানিক অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে খবর। অভিযোগ, গত এক বছরেরও বেশি সময় ধরে সুখবিলাস বর্মাকে এলাকাতেই দেখা যায়নি। কংগ্রেস ছাড়াও এই বিষয়কে হাতিয়ার করে বিরোধিতায় জোর বাড়িয়েছে স্থানীয় তৃণমূলও। তাঁকে উদ্দেশ্য করেই কি ব্যঙ্গমূলক শিয়ালের অনুগামী পোস্টার লাগানো হল? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন- গেরুয়া স্লোগানে উত্তাল কফি হাউস, উঠল ‘জয় শ্রী রাম’ ধ্বনি! নিন্দার ঝড়

গোটা ঘটনায় অবশ্য ঘাসফুল শিবিরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস নেতৃত্ব। সুখবিলাস বর্মাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “শিয়াল ধূর্ত, যাঁরা তার অনুগামী তারাও ধূর্ত। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + two =