গেরুয়া স্লোগানে উত্তাল কফি হাউস, উঠল ‘জয় শ্রী রাম’ ধ্বনি! নিন্দার ঝড়

গেরুয়া স্লোগানে উত্তাল কফি হাউস, উঠল ‘জয় শ্রী রাম’ ধ্বনি! নিন্দার ঝড়

 

কলকাতা: ‘জয় শ্রী রাম’ স্লোগানে উত্তাল কলেজ স্ট্রিটের কফি হাউস৷ সোমবার সন্ধ্যায় বিজেপি বিরোধী পোস্টার ছিঁড়ে ফেলা ও কালি দিয়ে কফি হাউসের অন্দরে হই-হট্টগোল করার অভিযোগ ওঠে প্রায় ২৫-৩০ জন বিজেপি সমর্থকের উপর৷ তবে স্থানীয়দের তৎপরতায় বড় গণ্ডগোল ঠেকানো গিয়েছে৷ এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য৷

সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রায় ২৫-৩০ জন বিজেপি সমর্থককে হঠাৎই মোদী’র ছবিওয়ালা গেরুয়া টি-শার্ট পরে ঐতিহ্যবাহী কফি হাউসে ঢুকতে দেখা যায়৷ তারা কফি হাউসে ঢুকেই ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন তাঁরা৷  রীতিমতো তাণ্ডব শুরু করেন। এই ঘটনায় উপস্থিত হাউসের ক্রেতারা অস্বস্তি বোধ করেন, তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কফি হাউসের সিঁড়ি ও তার সংলগ্ন দেওয়ালগুলিতে সাঁটানো ‘নো ভোট টু বিজেপি’ পোস্টার ছিঁড়ে ফেলেন৷ তাতে কালি দিয়ে বিকৃত করার চেষ্টা করেন৷ ওই গেরুয়াধারীদের বাধা দিতে গিয়ে বেশ কয়েকজন কফি হাউসের কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ৷

উপস্থিত অনেকেই এই ঘটনার ঘোর প্রতিবাদ করেছেন। প্রতিবাদীদের মধ্যে ছিলেন রাজনৈতিক কর্মী মধুরিমা বক্সি। তিনি জানিয়েছেন, ‘‘দিল্লির দাঙ্গায় উস্কানি দেওয়া এক বিজেপি নেতা এদিন এই দলে ছিলেন৷ তার নির্দেশেই সব হয়েছে।’’  কফি হাউসে সেই সময়ে উপস্থিত সকলেই বলেছেন, ‘‘কফি হাউসের এত বছরের ইতিহাসে এই ঘৃণ্যতম ঘটনা এই প্রথম। বহু বিতর্ক হয়েছে৷ কিন্তু এর আগে কখনও লাল সেলাম বা জয় বাংলা বা জয় শ্রী রাম স্লোগান শোনা যায়নি এই ঐতিহ্যবাহী জায়গায়।’’

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য্য এই নিয়ে জানিয়েছেন, ‘‘যদি এই ঘটনা সত্যিই হয়ে থাকে তাহলে এটা কফি হাউসের ঐতিহ্যের সঙ্গে যায় না৷ তবে হাউসের মধ্যে যেমন নো ভোট টু বিজেপি লেখা পোস্টার রয়েছে, তেমনই ভোট টু বিজেপি বলার অধিকারও বিজেপি সমর্থকদের রয়েছে।” কফি হাউসের মতো ঐতিহ্যবাহী জায়গায় এমন ঘটনায় উত্তাল হয়ে উঠেছে কলকাতার বুদ্ধিজীবী মহল। প্রশ্ন উঠেছে, গেরুয়া টি-শার্ট পরে কফি হাউসে বুকে  তাণ্ডব দেখায় কী করে? এত সাহস পায় কী করে? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + two =