নারদকাণ্ডে মিলবে কি জামিন? মামলা সরানোর আর্জি জানাতে পারে CBI, রিপোর্ট PMOতেও

নারদকাণ্ডে মিলবে কি জামিন? মামলা সরানোর আর্জি জানাতে পারে CBI, রিপোর্ট PMOতেও

কলকাতা:  নারদ কাণ্ডে রাজ্যের চার হেভিওয়েট নেতা-মন্ত্রী গ্রেফতারের পর উত্তাল রাজ্য রাজনীতি৷ আজ কলকাতা হাইকোর্টে হবে এই সংক্রান্ত মামলার শুনানি৷ একদিকে নারদ মামলা ভিন রাজ্যে সরানোর আর্জি জানিয়েছে সিবিআই৷ অন্যদিকে হাইকোর্টে চার নেতা-মন্ত্রীর জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার আবেদন খতিয়ে দেখা হবে৷ প্রসঙ্গত, আজই শেষ হচ্ছে এই চার হেভিওয়েট নেতার জেল হেফাজতের মেয়াদ৷ ইতিমধ্যেই আদালতে পৌঁছে গিয়েছেন সিবিআই অফিসাররা৷ উপস্থিত থাকবেন সিদ্ধার্থ লুথরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আইনজীবীরা৷ 

আরও পড়ুন- রাজভবনের দুয়ারে ভেড়ার পাল চড়িয়ে প্রতিবাদ! চরম ক্ষুব্ধ রাজ্যপাল

২০১৬ সাল থেকে নারদ মামলার তদন্ত চলেছে৷ এই মামলায় চার্জশিটও জমা দেওয়া হয়েছে৷ এর পরেই চার হেভিওয়েটকে গ্রেফতার করা হয়৷ সোমবার তার নেতা মন্ত্রীকে গ্রেফতারের পর যা যা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সিবিআই-এর তরফে নারদ মামলা ভিন রাজ্যে স্থানান্তরিত করার আর্জি জানানো হতে পারে৷ সিবিআই-এর দাবি, যাঁদের গ্রেফতার করা হয়েছে৷ তাঁরা অত্যন্ত প্রভাবশালী৷ তার উপর সোমবার যে ঘটনা ঘটেছে তাতে ভারপ্রাপ্ত বিচারপতির কাছে তাঁরা মামলা ভিন রাজ্যে সরানোর আর্জি জানাতে পারে৷ অন্যদিকে, এই চার নেতা মন্ত্রীকে জামিন দিয়েছিল নিম্ন আদালত৷ কিন্তু সেই রায়ে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট৷ সেই রায়ও পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হবে৷ 

আরও পড়ুন- ৪ বছর পর মুখোমুখি শোভন-রত্না, আজও স্বামীর জন্য দরজা খোলা, বললেন বেহালার বিধায়ক

এদিকে সোমবার চার নেতা মন্ত্রীকে গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে এই সংক্রান্ত যাবতীয় ঘটনার রিপোর্ট প্রধানমন্ত্রীর দপ্তরে (পিএমও) পাঠিয়েছে সিবিআই। ওই রিপোর্টে নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা, গেটের বাইরে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ‘সংঘাত’-এর মতো বিষয়গুলি উল্লেখ করা হয়েছে৷ পাশাপাশি রিপোর্টে আরও বলা হয়েছে,  বিক্ষোভের জেরেই ধৃত নেতা মন্ত্রীদের আদালতে সশরীরে উপস্থিত করা সম্ভব হয়নি৷ নিজাম প্যালেসের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৃথকভাবে রিপোর্ট পাঠিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো এবং সিআরপিএফ-ও।  

এদিকে, প্রতীক্ষিত হাইভোল্টেজ মামলার শুনানি শুরু হবে দুপুর ২টোর সময়৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে হবে শুনানি। আজই ভাগ্য নির্ধারণ মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় ফিরহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় ভবিষ্যত।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =