কলকাতা: উৎসবের মরশুমে বিপর্যয়ের মেঘ৷ দীপাবলীর আনন্দ মাটি করে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। তবে কি ভেস্তে যাবে পুজোর আনন্দ? হাওয়া অফিসের পূর্বাভাস পেয়ে কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো শক্তপোক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। জেলাশাসকদের উপর দেওয়া হয়েছে নজরদারির নির্দেশ।
আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি, কালীপুজোর আগে পদক্ষেপ নিচ্ছে নবান্ন
বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার জেলাশাসকদের নবান্নের তরফে বিশেষভাবে সতর্ক করা হবে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিকেও সব রকম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় অবস্থান বদল করে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে৷ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে এটি নিম্নচাপে পরিণত হবে ।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২২ তারিখ সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৪ অক্টোবর সন্ধ্যা নাগাদ তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। যার ফলে কালীপুজোয় বষ্টির সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে।
এই ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে হবে তা এখনও নিশ্চিত ভাবে জানাতে পারেনি হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের গতি বা প্রভাবও নির্ধারণ করা যায়নি৷ তবে আগে থেকেই সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়ে রাখল নবান্ন। সেই নির্দেশ মেনেই উৎসবের মরশুমে বিপর্যয় মোকাবিলায় কোমর বাঁধছে প্রশাসন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>