ভোটের মুখে দিনহাটায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

ভোটের মুখে দিনহাটায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

কোচবিহার:  ফের রাজ্যে বিজেপি কর্মী খুনের অভিযোগ৷ কোচবিহারের দিনহাটায় অস্বাভাবিক মৃত্যু হল অমিত সরকার নামে এক বিজেপি কর্মীর৷ বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ নিহত কর্মীর পরিবার ও বিজেপি’র অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে৷ এর পিছনে রয়েছে তৃণমূলের হাত৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷ 

আরও পড়ুন-  হোলি-দোল উৎসবে রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের

জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে দিনহাটায় বিজেপির শহর মণ্ডলের সভাপতি অমিতকে বাড়ি থেকে কেউ বা কারা ডেকে নিয়ে যায়৷ তবে রাতে বাড়ি ফিরে আসেন তিনি৷ কিন্তু পরে ফের বাড়ি থেকে বেরিয়ে যান৷ তারপর আর বাড়ি ফেরেননি৷ অমিতবাবু বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল স্থানে তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা৷ তন্ন তন্ন করে খুঁজেও তাঁর হদিশ পাওয়া যায়নি৷ অবশেষ বুধবার সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়৷ এর পরেই পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়৷   এদিকে, ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ আধিকারিকরা৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পরিকল্পিত ভাবে অমিত সরকারকে খুন করা হয়েছে। এর পিছনে রয়েছে গভীর চক্রান্ত৷ দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “ এর পিছনে রয়েছে তৃণমূলের গুণ্ডারা৷ এই ঘটনায় সিআইডি তদন্ত হওয়া উচিত। সিআইডি তদন্ত করে দেখুক, কারা এই খুনের সঙ্গে যুক্ত রয়েছে।”  

আরও পড়ুন- ভোটের উত্তাপ বাড়িয়ে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ! সফর ৪ দিনের

প্রসঙ্গত, ভোট শুরু হতে আর মাত্র তিন দিন বাকি৷ প্রথম দফায় ৩০টি আসনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন৷ এরই মধ্যে রাজ্যে রাজনৈতিক কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল৷ অভিযোগ, রাতের অন্ধকারে অমিতকে খুন করে তাঁর গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =