ভোটের উত্তাপ বাড়িয়ে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ! সফর ৪ দিনের

ভোটের উত্তাপ বাড়িয়ে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ! সফর ৪ দিনের

কলকাতা: রাজ্যে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ উত্তরবঙ্গে পৌঁছেছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার নেতৃত্বে ৬ সদস্যের একটি দল ইতিমধ্যেই শিলিগুড়িতে মুখ্য নির্বাচনি আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। পরে তারা উত্তরবঙ্গের আট জেলার পুলিশ সুপার, জেলাশাসক ও নোডাল আধিকারিকদের সঙ্গে সরাসরি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। ৪ দিনের সফর শেষে ২৮ মার্চ দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁদের। নির্বাচনের আগে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল শিলিগুড়িতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজি পি নীরজনয়নের সঙ্গে বৈঠক করবে। 

এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশের প্রেক্ষিতে পরিবর্তিত নতুন পুর প্রশাসকদের কাজকর্ম নিয়ে মুখ্যসচিব সব জেলাশাসককে দৈনিক রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুর প্রশাসকদের ভূমিকা এবং তাদের সিদ্ধানতে কোনরকম পক্ষপাতিত্ব থাকছে কি না বা তাদের ভূমিকা আদর্শ আচরণ বিধি লংঘন করছে কিনা কমিশনের তরফে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সেটা দেখার নির্দেশ দেওয়ার পরেই মুখ্যসচিব জেলাশাসকদের রিপোর্ট পাঠানোর কথা বলেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য কমিশনের নির্দেশে রাজ্যের ১০১ টি পুরসভার রাজনৈতিক প্রশাসক বদল করে সেখানে সব সরকারি আধিকারিকদের বসানো হয়েছে। 

আরও পড়ুন-  পদত্যাগ করছেন না কেন! শিশিরের সাংসদ পদ বাতিলের দাবি তৃণমূলের

অন্যদিকে, করোনার উর্দ্ধমুখী সংক্রমণে উদ্বিগ্ন নির্বাচন কমিশন। তা নিয়ন্ত্রণে ভোটের লাইনে আবশ্যিকভাবে কোভিড সতর্কতা মেনে চলার জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে তারা। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কমিশনের পূর্নাঙ্গ বেঞ্চ আজ শিলিগুড়িতে উত্তর ও দক্ষিনবঙ্গের সব জেলার পুলিশ সুপার, জেলাশাসক ও নোডাল আধিকারিক ছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। লাইনে দাঁড়ানো সব ভোটারদের মধ্যে শারীরিক দূরত্ব বিধি মেনে চলা ছাড়াও মাস্ক ব্যবহার ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করার জন্যে থার্মাল স্ক্যানিংয়ের কথা বলা হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যেও ভোটকর্মী সহ সবাইকে কোভিড মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্যে জেলা প্রশাসনকে নজরদারি বৃদ্ধির কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 12 =